'ম্যাচের বেশিরভাগ সময়ই হেঁটে বেড়ান মেসি'

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফুটবলে অভিষেক হওয়ার পর গত এক মাসে টানা আটটি ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। বয়স ৩৬ ছাড়ানো এই ফুটবলারকে তাই বিশ্রাম দেওয়ার কথা বলছেন অনেকেই। তবে তার জন্য বিশ্রামের প্রয়োজন দেখছেন না সাবেক মার্কিন ফুটবলার অ্যালেক্সি লালাস। কারণ ম্যাচের সময় মেসি বেশিরভাগ সময়ই হেঁটে বেড়ান বলে মন্তব্য করেছেন তিনি।

গত বুধবার রাতে ইউএস ওপেন কাপের সেমিফাইনালে সিনসিনাটির বিপক্ষে ইন্টার মায়ামির হয়ে টাই-ব্রেকারে জয় পাওয়া ম্যাচে ১২০ মিনিট খেলেছেন মেসি। সেই ম্যাচ শেষেই মেসিকে বিশ্রাম দেওয়ার কথা জানান কোচ জেরার্দো তাতা মার্তিনো। পরবর্তী ম্যাচগুলোতে সঠিকভাবে বিশ্রাম নিশ্চিত করে আর্জেন্টাইন তারকাকে ব্যবহারের করার কথা বলেন তিনি।

মার্তিনোর মন্তব্যের ভিত্তিতে এলএ গ্যালাক্সির সাবেক ফুটবলার লালাস বলেছেন, 'ম্যাচের বেশিরভাগ সময়ই হেঁটে বেড়ান মেসি! এতো অনিরাপত্তার কিছু নেই। মেসি সবসময়ই হাঁটেন, যতক্ষণ না হাঁটার সময় হয়।'

তবে মায়ামিতে মেসির খেলা দেখে বেশ রোমাঞ্চিত লালাস, 'মেসির মায়ামি ট্রেন চলছেই থাকে। আট ম্যাচ, ১০ গোল, অপরাজিত এবং তার দলকে একটি ট্রফি এনে দিয়েছেন এবং দুইটি ফাইনালে নিয়ে গেছেন। আপনি যদি এতে আনন্দ খুঁজে না পান বা এখানে বাজে কিছু খুঁজে পান তাহলে আপনাকে সাহায্য চাইতে হবে।'

আগামী শনিবার রাতে রেডবুল অ্যারেনায় নিউইয়র্ক রেডবুলসের মুখোমুখি হতে যাচ্ছে ইন্টার মায়ামি। এর আগে লিগস কাপ ও ইউএস ওপেন কাপে খেললেও মেজর সকার লিগে সেই ম্যাচই হতে পারে মেসির প্রথম উপস্থিতি। এমএলএসে ইস্টার্ন কনফারেন্সে বর্তমানে ১৫তম স্থানে এবং প্লে অফের জায়গা থেকে ১৩ পয়েন্ট দূরে রয়েছে মায়ামি।

Comments

The Daily Star  | English

Wrap up polls preparations by December

Chief Adviser Prof Muhammad Yunus yesterday ordered the authorities concerned to complete, by December, the preparations for the upcoming national election.

4h ago