খালেদা জিয়ার শারীরিক অবস্থা সন্তোষজনক না: ব্যক্তিগত চিকিৎসক

খালেদা জিয়া
কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালে খালেদা জিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা সন্তোষজনক না বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

তিনি আরও জানান, 'উন্নতি খুবই ধীরে হচ্ছে।'

আজ রোববার দুপুরে দ্য ডেইলি স্টারকে তিনি আরও বলেন, 'বোর্ডের চিকিৎসকরা চেষ্টা করে যাচ্ছেন। তবে হাসপাতাল থেকে বাসায় নেওয়ার মতো পরিস্থিতি এখনো হয়নি।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ১৮ দিন ধরে ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন। 

এক প্রশ্নের জবাবে জাহিদ হোসেন বলেন, 'কত দিন হাসপাতালে চিকিৎসা নিতে হবে সেটি অনিশ্চিত।'

গত ৯ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন।

এ জেড এম জাহিদ হোসেন ডেইলি স্টারকে বলেন, 'নতুন ওষুধ যুক্ত হচ্ছে, পরিবর্তন হচ্ছে, আবার বাদ দেওয়া হচ্ছে। নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। তার ভালো চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া জরুরি।'

Comments

The Daily Star  | English
Starlink logo

Yunus approves Starlink's license in Bangladesh

Bangladesh is the second country in South Asia, after Sri Lanka, to welcome Starlink

14m ago