‘বাবা-মার অভিনয় দেখে সহজ মনে হতো, কিন্তু অভিনয় অনেক কঠিন’

‘দুঃসাহসী খোকা’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় নাট্যকার বৃন্দাবন দাশ ও অভিনেত্রী শাহনাজ খুশির ছেলে সৌম্য জ্যোতি। ইতোমধ্যে নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। তার অভিনীত সিনেমা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে।

আগামী মাসে মুক্তি পাচ্ছে সৌম্য জ্যোতি অভিনীত নতুন সিনেমা  'দুঃসাহসী খোকা'।

শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করে এখন পর্যন্ত তা ধরে রেখেছেন সৌম্য জ্যোতি। বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি অভিনয় চালিয়ে যাওয়া নিয়ে তার ভাষ্য, 'আগে শখে অভিনয় করেছি, এখন ভালোবাসা হয়ে গেছে।'

সরকারি অনুদানে মুশফিকুর রহমান গুলজার পরিচালিত 'দুঃসাহসী খোকা' সিনেমাটি মুক্তি পাবে ৮ সেপ্টেম্বর। এই সিনেমায় সৌম্য জ্যোতি অভিনয় করেছেন বঙ্গবন্ধুর চরিত্রে, যেখানে মূলত বঙ্গবন্ধুর কিশোরবেলা উঠে এসেছে।

সৌম্য জ্যোতি বলেন, 'সিনেমাটিতে বঙ্গবন্ধুর ১৫ থেকে ১৮ বছর বয়স পর্যন্ত দেখানো হয়েছে। এমন একজন মহান নেতার চরিত্রে অভিনয় করতে পেরে ভালো লাগছে।'

সিনেমার প্রস্তুতি বিষয়ে তিনি বলেন, 'বঙ্গবন্ধুর কিশোরবেলার রেফারেন্স খুব বেশি নেই। তবে, প্রচুর ভিডিও দেখেছি, প্রচুর বই পড়েছি। অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা পড়েছি। আর্কাইভে ফুটেজ ছিল, সেসব দেখেছি।'

'পড়ে জেনেছি, তিনি মুখ চেপে হাসতেন বেশি। এটা অভিনয় করার সময় মাথায় রেখেছি,' যোগ করেন তিনি।

সৌম্য জ্যোতি 'নকশীকাঁথার জমিন' সিনেমায় প্রথম অভিনয় করেন। এটি এখনো মুক্তি পায়নি। কিন্তু কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে পুরস্কারও পেয়েছে।

ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন সৌম্য।

এ বিষয়ে তিনি বলেন, 'ওয়েব সিরিজ "কাইজার" এ আমার চরিত্রের নাম অনন্ত। এটি প্রচারের পর প্রথম আলোর একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। যেখানে প্রায় ১০-১২ হাজার শিক্ষার্থী ছিলেন। আফরান নিশোও ছিলেন। মঞ্চে ওঠার পর সবাই অনন্ত নাম ধরে চিৎকার করছিলেন। এটা কখনো ভুলব না।'

'কাইজার'র পর নিজের ক্যারিয়ার বদলে গেছে বলেও মনে করেন সৌম্য।

এ ছাড়া, ওয়েব সিরিজ 'ইন্টার্নশিপ' এ অভিনয় করেও প্রশংসা পেয়েছেন তিনি।

ছোটবেলা থেকেই অভিনয় করলেও মাঝে 'ও' লেভেল পড়ার সময়টা বিরতি দিন সৌম্য।

এরপর ফেরার অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, 'ক্যামেরার সামনে দাঁড়ানোর সময় পা কাঁপছিল। এখন অবশ্য সব ঠিক হয়ে গেছে। ছোটবেলায় বাবা-মার অভিনয় দেখে সব সহজ মনে হতো। কিন্তু, অভিনয় অনেক কঠিন।'

Comments

The Daily Star  | English

UK govt unveils 'tighter' immigration plans

People will have to live in the UK for 10 years before qualifying for settlement and citizenship

2h ago