জামিন পেলেন সাবেরা আমান, কারামুক্তিতে বাধা নেই

Gavel

দুর্নীতির মামলায় বিএনপি নেতা আমান উল্লাহ আমানের স্ত্রী সাবেরা আমানকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট।

২০০৭ সালে দুর্নীতি মামলায় ৩ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয় সাবেরা আলমকে। জামিনের মাধ্যমে তার কারামুক্তির পথ পরিষ্কার হলো।

সাবেরা আমানের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম জামিন মঞ্জুর করেন।

সুপ্রিম কোর্টের চেম্বার বিচারকের আদেশের পর সাবেরার জেল থেকে মুক্তি পেতে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছে আদালত সূত্র।

সাবেরার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন, আইনজীবী কায়সার কামাল ও মো. নাজমুল হুদা এবং দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান।

এ মামলায় গত ৩ সেপ্টেম্বর সাবেরা আমানের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান ঢাকার একটি আদালত।

ঢাকার বিশেষ জজ আদালত-১-এর বিচারক আবুল কাশেম আদালতে আত্মসমর্পণ করে তার আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করলে এ আদেশ দেন।

গত ৭ আগস্ট হাইকোর্ট আমান ও তার স্ত্রীর সাজা বাতিল করে তাদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ রায় দেন।

রায়ের সম্পূর্ণ পাঠে, হাইকোর্ট এ দম্পতিকে রায়ের অনুলিপি পাওয়ার ১৫ দিনের মধ্যে ট্রায়াল কোর্টে আত্মসমর্পণ করতে বলেছে।

অনুলিপি পাওয়ার পর, ২৭ আগস্ট ট্রায়াল কোর্ট এ দম্পতিকে ১৫ দিনের মধ্যে আত্মসমর্পণ করতে বলে।

Comments

The Daily Star  | English

'Don't merge SIBL'

Shareholders urge BB, ministry in separate letters

3h ago