লাউয়াছড়ায় ইঞ্জিন বিকল, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে ওয়াগনের ইঞ্জিনটি বিকল হয়। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ায় ট্রেনের একটি ওয়াগনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

আজ মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে ইঞ্জিনটি বিকল হয়।

স্থানীয় ভানুগাছের স্টেশন মাস্টার কবির আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রেলওয়ে সূত্রে জানা যায়, আখাউড়া থেকে ছেড়ে আসা ট্রেনের একটি খালি ওয়াগন বিকেলে লাউয়াছড়া বনের ভেতরে ঢোকার পর ইঞ্জিন বিকল হয়ে যায়। 

ওয়াগনটি এখন বনের ভেতরে রেললাইনে আটকে আছে। এটির আখাউড়া থেকে কুলাউড়ার মাইজগাও স্টেশনে যাওয়ার কথা ছিল।

স্টেশন মাস্টার কবির আহমেদ ডেইলি স্টারকে বলেন, 'লাউয়াছড়া রেলক্রসিংয়ে একটি ওয়াগন আটকে আছে। বিকল্প ইঞ্জিন এনে এটি সরানো হবে। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।'

Comments

The Daily Star  | English

NBR moves to speed up auction of abandoned goods

About 2 lakh tonnes of imported goods left abandoned at Chattogram port alone for years

58m ago