গাজীপুরে ট্রেন লাইনচ্যুত: ৩৮ ঘণ্টা পর নাশকতা মামলা, আসামি অজ্ঞাত

ট্রেন দুর্ঘটনা
বুধবার ভোরে গাজীপুরের বনখড়িয়া ব্রিজের কাছে মোহনগঞ্জ এক্সপ্রেস লাইনচ্যুত হয়। । ছবি: সংগৃহীত

গাজীপুরের বনখরিয়া এলাকায় বুধবার ভোরে ট্রেন লাইনচ্যুতের ঘটনার প্রায় ৩৮ ঘণ্টা পর মামলা করেছে রেল কর্তৃপক্ষ।

নাশকতার অভিযোগে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা জিআরপি থানায় এ মামলা করা হয়। 

রাত ৯টায় ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহাম্মেদ বিশ্বাস দ্য ডেইলি স্টারকে এ তথ্য  নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলায় অজ্ঞাত আসামিদের অভিযুক্ত করা হয়েছে।

তবে, অজ্ঞাত আসামির সংখ্যা তিনি উল্লেখ করেননি।

বুধবার ভোর সাড়ে ৪টার দিকে গাজীপুরের বনখড়িয়া ব্রিজের কাছে মোহনগঞ্জ এক্সপ্রেস লাইনচ্যুত হয়। এতে একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন।

ফায়ার সার্ভিস ও গাজীপুর জেলা প্রশাসনের জানায়, দুষ্কৃতিকারীরা রাতে রেললাইনের ২০ ফুট অংশ কেটে ফেলে। এতে ট্রেনটি চিলাই ব্রিজে আসা মাত্র ইঞ্জিনসহ ৭টি বগি লাইনের পাশের নিচু জমিতে পড়ে যায়।

রেলওয়ে ওসি ফেরদৌস আহাম্মেদ জানান, এ ঘটনায় পিডব্লিও কর্মকর্তা আশরাফ বাদী হয়ে ঢাকা রেলওয়ে থানায় মামলা করেছেন।

ঘটনার প্রায় ৩৮ ঘণ্টা পর মামলা করার বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, 'রেলে নাশকতার এটি একটি বড় ঘটনা। তাই মামলা দায়েরের বিষয়ে সতর্কতার সঙ্গে এজাহার করতে হয়েছে।'

বিস্তারিত জানতে চাইলে ওসি বলেন, 'তদন্তের স্বার্থে মামলার বিষয়ে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। তবে জড়িতদের গ্রেপ্তারে টাস্কফোর্স কাজ করছে।'

গাজীপুরের ভাওয়াল রেলস্টেশন ও রাজেন্দ্রপুর রেলস্টেশনের মধ্যবর্তী বনখড়িয়া এলাকায় ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ শেষ হয়েছে। প্রায় ২৭ ঘণ্টা বন্ধ থাকার পর আজ সকালে ঢাকা-ময়মনসিংহ এ লাইনে ট্রেন চলাচল শুরু হয়। 

Comments

The Daily Star  | English

123 individuals 'pushed in' from India

BGB sends protest note to BSF; border on high alert

1h ago