সানজিদাকে বদলির তথ্য গুজব, হারুনের বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

যেহেতু ঘটনা একটা ঘটেছে, বিভাগীয় মামলা তো হবেই, সেখানে যা সিদ্ধান্ত হয়।
সানজিদাকে বদলির তথ্য গুজব, হারুনের বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তিন নেতাকে থানায় নিয়ে মারধরের ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের বরখাস্ত অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন-অর-রশীদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে এক সভা শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'হারুন সম্বন্ধে তাৎক্ষণিকভাবে যেটা করার আমরা করেছি। এখন তার বিরুদ্ধে মামলা হবে, তার বিরুদ্ধে তদন্ত হবে, এই সবগুলো একটা প্রক্রিয়ায় হবে। তাৎক্ষণিকভাবে যেটা দরকার ছিল আমরা তাকে সাসপেন্ড করেছি, এখন তদন্ত শুরু হয়ে তার নামে মামলা যদি হয়ে থাকে, সেই মামলাগুলো প্রক্রিয়া শুরু হবে।'

তিনি বলেন, 'আমার জানা মতে যিনি ভিকটিম হয়েছেন, তিনি এখনোন মামলা করেননি। মামলা করলে মামলার তদন্ত শুরু হবে। যেহেতু ঘটনা একটা ঘটেছে, বিভাগীয় মামলা তো হবেই, সেখানে যা সিদ্ধান্ত হয়।'

ঢাকা মেট্রোপলিটন পুলিশের বরখাস্ত অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন-অর-রশীদ ও অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সানজিদা আফরিন দু'জনকেই রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'এটা গুজব।'

এই ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিব্রত কি না জানতে চাইলে আসাদুজ্জামান গণমাধ্যমকর্মীদের বলেন, 'শুনুন, মানুষমাত্রই ভুল করে থাকে। যে ভুল করে তার শাস্তি হয়; এটাই স্বাভাবিক। আমাদের সরকার, যে-ই হোক—কেউ আইনের ঊর্ধ্বে নয়। অপরাধ করলে শাস্তি তাকে পেতেই হবে এটাই মূল কথা।'

Comments

The Daily Star  | English

Bangladeshi students terrified over attack on foreigners in Kyrgyzstan

Mobs attacked medical students, including Bangladeshis and Indians, in Kyrgyzstani capital Bishkek on Friday and now they are staying indoors fearing further attacks

4h ago