সাইবার নিরাপত্তা আইন

মত প্রকাশের স্বাধীনতাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে: যুক্তরাষ্ট্র দূতাবাস

জাতীয় সংসদে সদ্য পাস হওয়া সাইবার নিরাপত্তা বিল নিয়ে হতাশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তারা বলেছে, দুর্ভাগ্যবশত, সাইবার নিরাপত্তা আইন অনেক দিক দিয়েই এর আগের ডিজিটাল নিরাপত্তা আইনের মতো।

বিরোধী দলের সংসদ সদস্যদের তীব্র আপত্তির মুখে গতকাল জাতীয় সংসদে 'সাইবার নিরাপত্তা বিল' পাস হয়। আজ বিলটি নিয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের ওয়েবসাইটে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

দূতাবাস থেকে জানানো হয়, বাংলাদেশের সংসদে পাস হওয়া এই বিলের ওপর যুক্তরাষ্ট্রের লক্ষ ছিল।

তারা বলেছে, 'নতুন আইনটির আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিতে বাংলাদেশ সরকার অংশীজনদের এটি পর্যালোচনা এবং তাদের মতামত অন্তর্ভুক্ত করার পর্যাপ্ত সুযোগ দেয়নি। ডিজিটাল নিরাপত্তা আইনের মতো এই আইনেও মত প্রকাশের স্বাধীনতাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে, জামিন অযোগ্য ধারা বহাল রাখা হয়েছে এবং সমালোচকদের গ্রেপ্তার, আটক ও কণ্ঠরোধ করতে খুব সহজেই এর অপব্যবহার হতে পারে।'

Comments

The Daily Star  | English
remittance earning of Bangladesh

Bangladesh’s forex reserves cross $25b again

However, as per BB’s calculation, the figure stands at $30.07 billion

3h ago