অধিকারের আদিলুর ও নাসিরের কারাদণ্ডে যুক্তরাষ্ট্র দূতাবাসের উদ্বেগ

মানবাধিকার সংস্থা 'অধিকার'–এর সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের কারাদণ্ডের রায়ে উদ্বেগ জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এই উদ্বেগের কথা তুলে ধরা হয়। বিবৃতিতে বলা হয়, এই রায় মানবাধিকারকর্মী এবং সুশীল সমাজের গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক ভূমিকা পালনের সক্ষমতাকে আরও দুর্বল করে দিতে পারে।

যুক্তরাষ্ট্র মানুষের অধিকার ও মৌলিক স্বাধীনতার প্রচার ও সুরক্ষায় মানবাধিকারকর্মী এবং সুশীল সমাজ সংগঠনগুলোর কার্যক্রমকে দৃঢ়ভাবে সমর্থন করে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

২০২২ সালের কান্ট্রি রিপোর্ট অন হিউম্যান রাইটস ইন বাংলাদেশ প্রতিবেদনে অনলাইন এবং অফলাইনে মতপ্রকাশের স্বাধীনতার সীমাবদ্ধতা এবং মানবাধিকার সংগঠনগুলো বিশেষ সরকারি বিধিনিষেধের সঙ্গে পরিচালিত হওয়ার কথাও বিবৃতিতে স্মরণ করিয়ে দেওয়া হয়।

মানবাধিকার সংগঠন অধিকারের কর্মকাণ্ড সম্পর্কে দূতাবাস বলেছে, 'যেই ক্ষমতায় থাকুক না কেন, অধিকার কয়েক দশক ধরে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে এবং প্রতিবেদন তৈরি করেছে। গণতন্ত্রের অপরিহার্য অংশ হিসেবে আমরা মত প্রকাশের স্বাধীনতা এবং প্রাণবন্ত নাগরিক সমাজকে অব্যাহতভাবে সমর্থন করি এবং মৌলিক অধিকার নিয়ন্ত্রণের প্রচেষ্টার বিরোধিতা করি।'

 

Comments

The Daily Star  | English

Parties agree on 10yr PM term limit, independent police commission

Consensus disclosed by Commission Vice-Chairman Ali Riaz on 19th day of political dialogues at Foreign Service Academy

27m ago