ডিএনসিসিতে ৫৭ পদে চাকরির সুযোগ

ডিএনসিসিতে ৫৭ পদে চাকরির সুযোগ

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ৯ ধরনের পদে ৫৭ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা করেছে। 

আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: সহকারী প্রকৌশলী (পুর)
পদসংখ্যা: ৪টি
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পুরকৌশলে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা

পদের নাম: সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)
পদসংখ্যা: ৭টি
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিদ্যুৎ প্রকৌশলে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

পদের নাম: সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যন্ত্র প্রকৌশলে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

পদের নাম: উপ কর কর্মকর্তা
পদসংখ্যা: ৭টি
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

পদের নাম: কীট নিয়ন্ত্রণ কর্মকর্তা
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যা বা কৃষিসংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা ডিগ্রি।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

পদের নাম: ভেটেরেনারি কর্মকর্তা
পদসংখ্যা: ১০টি
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পশু চিকিৎসা বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। ভেটেরিনারি কাউন্সিলের রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

পদের নাম: উপসহকারী প্রকৌশলী (পুর)
পদসংখ্যা: ১৭টি
যোগ্যতা: স্বীকৃত কারিগরি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে পুরকৌশলে ডিপ্লোমা ডিগ্রি।

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

পদের নাম: উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)
পদসংখ্যা: ৪টি
যোগ্যতা: স্বীকৃত কারিগরি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ প্রকৌশলে ডিপ্লোমা ডিগ্রি।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

পদের নাম: উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক)
পদসংখ্যা: ৬টি
যোগ্যতা: স্বীকৃত কারিগরি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে যান্ত্রিক, পাওয়ার বা অটোমোবাইল প্রকৌশলে ডিপ্লোমা ডিগ্রি।

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

বয়সসীমা: ১-৯-২০২৩ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা https://bhdc.gov.bd/ এই ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করে পূরণ করতে পারবেন।   আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) পিক্সেল ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কিলোবাইট ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কিলোবাইট হতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রিপেইড নম্বর থেকে ১-৬ নং পদের জন্য ৬০০ টাকা ও সার্ভিস চার্জ ৬৯ টাকাসহ মোট ৬৬৯ টাকা এবং ৭-৯ নম্বর পদের জন্য ৫০০ টাকা ও সার্ভিস চার্জ ৫৮ টাকাসহ মোট ৫৫৮ টাকা আবেদনের অনধিক ৭১ ঘন্টার মধ্যে জমা দিতে হবে।

আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৪ সেপ্টেম্বর সকাল ১০টা।

আবেদনের পূরণ ও ফি জমাদানের শেষ তারিখ ও সময়: ১৫ অক্টোবর বিকেল ৫টা।

গ্রন্থনা: আহমেদ হিমেল

Comments

The Daily Star  | English

DU JCD leader stabbed to death on campus

Shahriar Alam Shammo, 25, was the literature and publication secretary of the Sir AF Rahman Hall unit of Jatiyatabadi Chhatra Dal

2h ago