বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ২৫ শূন্যপদে চাকরির সুযোগ

আগ্রহী প্রার্থীদের আগামী ২৪ আগস্টের মধ্যে আবেদন করতে হবে।  
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ২৫ শূন্যপদে চাকরির সুযোগ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) রাজস্ব খাতে ২৫টি শূন্যপদে জনবল নিয়োগ করা হবে। 

আগ্রহী প্রার্থীদের আগামী ২৪ আগস্টের মধ্যে আবেদন করতে হবে।  

পদের নাম 

সহকারী প্রোগ্রামার, সহকারী ডেভেলপার, কো-অর্ডিনেটর (সার্ভিস রিলেশনশিপ), কো-অর্ডিনেটর (আইসিটি কোর্স), কো-অর্ডিনেটর (আইটিইএস কোর্স), সহকারী প্রশিক্ষক।

পদ সংখ্যা: ১৩টি

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সম্পর্কিত যে কোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট বিষয়ে স্যান্ডার্ড অ্যাপটিটিউট টেস্টে উত্তীর্ণ হতে হবে।
  
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড ৯)

পদের নাম 

অ্যাসোসিয়েট (বিসিপি-ডিআর), অ্যাসোসিয়েট (পরিকল্পনা), অ্যাসোসিয়েট (অডিট কমপ্লায়েন্স), অ্যাসোসিয়েট (কনটেন্ট ব্যবস্থাপনা), অ্যাসোসিয়েট (হেল্প ডেস্ক), অ্যাসোসিয়েট (প্রশিক্ষক পুল ব্যবস্থাপনা), সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, সহকারী ইঞ্জিনিয়ার (ফ্যাসিলিটিজ অপারেশন)।

পদ সংখ্যা: ১০টি

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সম্পর্কিত যে কোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট বিষয়ে স্যান্ডার্ড অ্যাপটিটিউট টেস্টে উত্তীর্ণ হতে হবে।
 
বেতন স্কেল:
২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড ৯)

পদের নাম: উপসহকারী প্রকৌশলী (সিভিল)

পদ সংখ্যা: ১টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
 
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড ১০)

পদের নাম: উপসহকারী প্রকৌশলী (ইলেক্ট্রিক্যাল)

পদ সংখ্যা: ১টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
 
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড ১০)

আবেদনের শেষ তারিখ ও সময়: আগামী ২৪ আগস্ট রাত ১১:৫৯ মিনিট। 

বয়স সীমা: ১ জুলাই, ২০২৩ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮-৩০ বছর হতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদন যেভাবে: সকল প্রার্থীকে অনলাইনে https://erecruitment.bcc.gov.bd সাইটের মাধ্যমে আবেদন করতে হবে। 

আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ সংশ্লিষ্ট ব্যাংকের সার্ভিস চার্জসহ ক্রমিক ১ ও ২ নম্বর পদের প্রার্থীদের ৬১২ টাকা এবং ক্রমিক ৩ ও ৪ নম্বর পদের প্রার্থীদের ৫১২ টাকা রকেট, বিকাশ অথবা নগদের মাধ্যমে পরিশোধ করতে হবে।

গ্রন্থনা: আহমেদ হিমেল

 

Comments