নিউইয়র্কে ‘বাংলাদেশি অভিবাসী দিবস ও বাণিজ্য মেলার’ সপ্তম আসর ২২-২৩ সেপ্টেম্বর

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হিলটন মিডটাউন হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশি অভিবাসী দিবস ও বাণিজ্য মেলা-২০২৩।
বাংলাদেশি অভিবাসী দিবস ও বাণিজ্য মেলা-২০২৩ এর পোস্টার। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হিলটন মিডটাউন হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশি অভিবাসী দিবস ও বাণিজ্য মেলা-২০২৩।

ইউএসএ-বাংলাদেশ বিজনেস লিংক এবং গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের উদ্যোগে আগামী ২২-২৩ সেপ্টেম্বর সপ্তমবারের মতো অনুষ্ঠিত হবে এই আয়োজন।

আয়োজকরা জানান, এতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারের ৫০ জন উচ্চপর্যায়ের প্রতিনিধি অংশগ্রহণ করবেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নেতৃত্বে ৩০ জনের একটি প্রতিনিধি দল অংশ নেবেন। নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোকুল এবং নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসহ একটি রাষ্ট্রীয় প্রতিনিধি দলও অংশ নেবেন।

ইউএসএ-বাংলাদেশ বিজনেস লিংকের প্রেসিডেন্ট এবং সিইও বিশ্বজিত সাহা বলেন, 'সপ্তমবারের এই আয়োজনের প্রতিপাদ্য সুযোগের উন্মোচনে স্মার্ট অর্থনীতি। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) আয়োজনটি সফল করতে সার্বিক সহযোগিতা করছে। এতে প্রায় ১২০টি স্টল অংশগ্রহণ করবে। যুক্তরাষ্ট্রের উদ্যোক্তাদের ৮০টি স্টল এবং বাকি স্টলগুলো আসবে বাংলাদেশ থেকে। এ ছাড়া, দুই দেশের স্বনামধন্য ব্যবসায়ী, ব্যাংকার, অর্থনীতিবিদ, সাংবাদিকসহ বিভিন্ন সেক্টরের অর্ধশতাধিক ব্যক্তিবর্গ এই আয়োজনে অংশ নেবেন।' 

গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট এবং সিইও মার্ক জেফি বলেন, 'যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য সহজতর করার জন্য এই আয়োজন। এতে বাংলাদেশি পণ্যের স্টল ছাড়াও আইটি এবং আমেরিকায় বাংলাদেশি পণ্য রপ্তানি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে।'

বিশ্বজিত সাহা আরও বলেন, 'এবারের আয়োজনে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ কীভাবে বাড়ানো যায় তার ওপর। নিউইয়র্ক সিটির বাঙালি অধ্যুষিত চারটি বরোতে হবে রেমিট্যান্স রোড শো। যুক্তরাষ্ট্রে রপ্তানি বাড়াতে রপ্তানি উন্নয়ন ব্যুরো এতে অংশগ্রহণ করবে। এতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, রেমিট্যান্স সংক্রান্ত অ্যাপ সার্ভিস, মানি এক্সচেঞ্জ হাউস এবং রেমিট্যান্স চ্যানেল পার্টনাররা অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে ৩০০ রেমিট্যান্স প্রেরককে আমন্ত্রণ জানানো হবে। তাদের মধ্য থেকে সেরা ১০ জনকে দেওয়া হবে রেমিট্যান্স পুরস্কার।'

বাংলাদেশি অভিবাসী দিবস ও বাণিজ্য মেলা-২০২৩ এর আহ্বায়ক জিয়াউদ্দিন আহমেদ বলেন, 'পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস, নিউইয়র্ক স্টেটের কম্পট্রোলার থমাস পি ডিনাপোলি এবং নিউইয়র্ক স্টেটের গভর্নর ক্যাথি হোকুল এই আয়োজনে অংশগ্রহণ করে সবাইকে উৎসাহিত করবেন বলে নিশ্চিত করেছেন।' 

আয়োজকরা আরও জানান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নেতৃত্বে ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল এতে অংশ নেবে। বাণিজ্য মন্ত্রণালয়ের দলের অন্য সদস্যদের মধ্যে থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান, রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক মোহাম্মদ শাহজালাল এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক প্রীতি চক্রবর্তী।

Comments

The Daily Star  | English

Keep local realities in mind while making plans: PM to economists

Prime Minister Sheikh Hasina today asked the economists to design their policies, plans and programmes considering the local realities as advice from a foreigner will not be fruitful here.

1h ago