মাহমুদুল্লাহ-তামিমকে নির্ভার রাখতে চান লিটন

ছবি: ফিরোজ আহমেদ

গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর থেকে জাতীয় দলে নেই মাহমুদউল্লাহ। বিশ্বকাপের ঠিক আগের সিরিজে আবার তাকে ফেরানো হয়েছে। নেতৃত্ব ছেড়ে দেওয়া তামিম ইকবালও খেলায় ফিরেছেন আড়াই মাস পর। অভিজ্ঞ এই দুই তারকাকে নিউজিল্যান্ডের বিপক্ষে নির্ভার রাখতে চান ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর বিশ্রামের আদলে বাদ পড়েন মাহমুদুল্লাহ। এরপর আরও তিন সিরিজ ও এশিয়া কাপে দলে জায়গা হয়নি তার। ৩৭ পেরুনো ব্যাটারের বিশ্বকাপ খেলার সম্ভাবনা মিইয়ে গিয়েছিল।

কিন্তু এশিয়া কাপে কয়েকজনের ব্যর্থতায় ফের সুযোগ পেয়েছেন তিনি। নিউজিল্যান্ড সিরিজে ভালো করলে মিলতে পারে বিশ্বকাপের টিকেট।

তামিমের প্রেক্ষাপট আরেকটু ভিন্ন। জুলাইতে আফগানিস্তানের বিপক্ষে ছিলেন দলের অধিনায়ক। প্রথম ওয়ানডের আগে ফিটনেস নিয়ে বিতর্ক তৈরির পর বদলে যায় আবহ। প্রথম ম্যাচ খেলে আচমকা আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেন। প্রধানমন্ত্রী হস্তক্ষেপে ফিরেও আসেন আরও একদিন পর।

এরপর পীঠের চোট নিয়ে ছিলেন চিকিৎসা প্রক্রিয়া। সে কারণে ছিলেন না এশিয়া কাপে। এই সিরিজ দিয়ে তারও ফেরা। ফিট থাকলে তার বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় নেই।

নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ চন্ডিকা হাথুরুসিংহের অনুপস্থিতিতে লিটনই দলের নেতা। দুই অভিজ্ঞ ক্রিকেটার ও সাবেক অধিনায়ককে দলে পেয়ে তাদের কাজে লাগাতে চান তিনি। বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বললেন এই দুজনকে বাড়তি কোন চাপ দিতে না তিনি, 'দুইজন সিনিয়র খেলোয়াড় থাকলে তো অবশ্যই সব দিক থেকে সাহায্য হয়। অনেক দিন পর তারা খেলতে এসেছেন। আমি চাই না কোনো কিছু নিয়ে তাদের চাপ দিতে। তারা খেলাটা এনজয় করুক। বাংলাদেশের প্রতিটি ম্যাচেই উপভোগ করতে পারলে সাফল্যের সম্ভাবনা বেশি থাকে।'

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

3h ago