আগামীকাল আসছে ‘পুনর্মিলনে’

সিয়াম আহমেদ ও তাসনিয়া ফারিণ। ছবি: সংগৃহীত

কাজিনদের সম্পর্কের নানান বাঁক, মাত্রা, আনন্দ, হাসি, টুকরো অভিমান, টানাপোড়ন, সংশয় আর দ্বন্দ্বের গল্প নিয়ে 'পুনর্মিলনে' আসছে ওটিটি প্লাটফর্ম  চরকিতে।

মিজানুর রহমান আরিয়ান পরিচালিত সিনেমাটি আগামীকাল বৃহস্পতিবার মুক্তি পাবে।

এই সিনেমায় প্রথমবারের মতো জুটি হয়েছেন তাসনিয়া ফারিণ ও সিয়াম আহমেদ।

সিনেমায় আরও অভিনয় করেছেন শাশ্বত দত্ত, নূর ইমরান মিঠু, তাজনূভা জাবীন, নওবা তাহিয়া, দীপ্ত দে, জান্নাতুল ফেরদৌস কাজল, টুনটুনি হামিদ, মানস বন্দ্যোপাধ্যায়, শোয়েব মনির, হামিদুর রাহমান, গোলাম ফরিদা ছন্দা, মালা ভট্টাচার্য্যসহ অনেকেই।

সিনেমাটির বিষয়ে সিয়াম আহমেদ বলেন, 'এই ওয়েব সিনেমাটি একটি বন্ধুত্বের গল্প, ভালোবাসার গল্প, ফিরে আসার গল্প। আমাদের দেশে ফিল গুড কাজ খুব কম হয়। আর ফারিণের মতো গুণী অভিনেত্রীর সঙ্গে স্ক্রিন শেয়ার করে আমি আনন্দিত।'

তিনি বলেন, 'আমরা এক হয়েছি খুব সুন্দর একটা গল্প বলার জন্যই। এই সিনেমা দর্শক দেখে ভালোবেসে ফেলবে।'

তাসনিয়া ফারিণ বলেন, 'পুনর্মিলনের গল্প পড়ার পর দ্বিতীয়বার ভাবতে হয়নি আমাকে। নিজেকে গল্পের অংশ মনে হয়েছে। সিয়াম ভাইয়ের সঙ্গেও এই প্রথম কাজ করা হলো। আর আরিয়ান ভাইয়ের সঙ্গে কাজ করলে প্রতিবারই নতুন অভিজ্ঞতা হয়, নতুন কিছু শেখা যায়।'

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

11h ago