প্রজাতন্ত্র দিবসের প্যারেডে প্রধান অতিথি হিসেবে বাইডেনকে আমন্ত্রণ মোদির

নরেন্দ্র মোদি ও জো বাইডেন। ফাইল ফটো রয়টার্স

ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আগামী ২৬ জানুয়ারি অনুষ্ঠেয় প্যারেডে প্রধান অতিথি আমন্ত্রণ জানানো হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে।

সম্প্রতি নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে দ্বিপাক্ষিক বৈঠকে বাইডেনকে এই আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ বুধবার ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটির বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এবারই প্রথম নয়, এর আগে ২০১৮ সালের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে আমন্ত্রণ জানানো হয়েছিল তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। যদিও তিনি নিজ দেশের অভ্যন্তরীণ কারণে সেই আমন্ত্রণ রক্ষা করতে পারেননি ট্রাম্প। তার জায়গায় মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি প্রধান অতিথি হিসেবে এসেছিলেন।

২০১৫ সালে প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন বারাক ওবামা।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের প্রজাতন্ত্র দিবস উদযাপনে যুক্তরাষ্ট্র ছাড়াও কোয়াডের বাকি দুই দেশ অস্ট্রেলিয়া ও জাপানের শীর্ষ নেতাদেরও আমন্ত্রণ জানাবে ভারত।

Comments

The Daily Star  | English
Yunus goes to Vatican for Pope Francis funeral

Yunus in Rome to attend Pope Francis' funeral

The chief adviser is visiting the Vatican to attend Pope Francis' funeral

28m ago