মার্কিন ভিসা বিধিনিষেধে প্রভাব পড়বে না পুলিশ বাহিনীতে: ডিএমপি উপকমিশনার

পুলিশ আইনের মধ্য থেকেই কাজ করে উল্লেখ করে তিনি আরও বলেন, ভিসানীতিতে দায়িত্ব পালনে কোনো ব্যাঘাত ঘটবে না।
ডিএমপি উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

মার্কিন ভিসা বিধিনিষেধে বাংলাদেশ পুলিশ বাহিনীর ওপর কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন।

রোববার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, আমেরিকার ভিসানীতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের ব্যাপারে আবেদন করা হয়েছে। তারা কারা জানি না। বাংলাদেশ পুলিশে ২ লাখের বেশি সদস্য। এরমধ্যে কতজন আমেরিকা যেতে চায়? যদি ভিসানীতি আসে তারা হয়তো দেশটিতে যেতে পারবেন না।'

পুলিশ আইনের মধ্য থেকেই কাজ করে উল্লেখ করে তিনি আরও বলেন, ভিসানীতিতে দায়িত্ব পালনে কোনো ব্যাঘাত ঘটবে না।

Comments