চলে গেলেন বাংলাদেশের সাফজয়ী কোচ জর্জ কোটান

না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশের সাবেক কোচ জর্জ কোটান। বাংলাদেশের ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় সাফল্যটা এসেছিল এই কোচের হাত ধরেই। তার অধীনেই ২০০৩ সালে প্রথম এবং একমাত্র সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছিল লাল-সুবজের দল।

বার্ধক্য এবং শারীরিক জটিলতার কারণে অনেক দিন থেকেই জনসাধারণের দৃষ্টি থেকে দূরে ছিলেন প্রবীণ এই কোচ। বৃহস্পতিবার জাতীয় দলের সাবেক গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্যের দেওয়া একটি ফেসবুক পোস্টের পরই কোটানের মৃত্যুর খবর প্রকাশিত হয়েছিল।

পরে হাঙ্গেরিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের এক প্রেস অফিসার গেরগো সাজাবোর সঙ্গে যোগাযোগ করা হলে এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রবীণ এই কোচ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সোমবার মারা গেছেন। আগামী ৬ অক্টোবর হাঙ্গেরির রাজধানীতে প্রয়াত কোচের শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

২০০০ সালে প্রথমবারের মতো লাল-সবুজ জার্সিধারীদের দায়িত্ব নেন কোটান। তার কোচিংয়ে বাংলাদেশ ২০০৩ সালে সাফ শিরোপা জিতেছিল বাংলাদেশ। তিন দশকের দীর্ঘ কোচিং ক্যারিয়ারে বাংলাদেশের ক্লাব আবাহনী লিমিটেড ও মুক্তিযোদ্ধা সংসদের কোচও ছিলেন তিনি।

Comments

The Daily Star  | English

Yunus lands in Chattogram for day-long visit

He landed at Shah Amanat International Airport at 9:22am

52m ago