বার্নিকাটের গাড়িবহরে হামলা: বদিউল আলমের মামলায় শ্যালক ইশতিয়াক গ্রেপ্তার

বার্নিকাটের গাড়িবহরে হামলা: তদন্ত প্রতিবেদন ৩০ মার্চ
সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। স্টার ফাইল ছবি

২০১৮ সালের আগস্টে বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় পুলিশ আজ বুধবার মোহাম্মদ ইশতিয়াক মাহমুদকে গ্রেপ্তার করেছে।

ইশতিয়াক মাহমুদ মামলার বাদী সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারের শ্যালক।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার এইচ এম আজিমুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'সন্ধ্যায় মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।'

এর আগে আজ ঢাকার একটি আদালত হামলার ঘটনায় দায়ের মামলায় নয় জনের বিরুদ্ধে সম্পূরক চার্জশিট গ্রহণ করেন।

নয় জনের মধ্যে প্রধান আসামি ইশতিয়াক মাহমুদ ও মোহাম্মদপুর ছাত্রলীগের সভাপতি নাইমুল হাসান রাসেল আছেন।

নাইমুল হাসান রাসেলসহ বাকি সাত আসামি ফিরোজ মাহমুদ, মীর আমজাদ হোসেন আকাশ, সাজু ইসলাম, রাজিবুল ইসলাম রাজু, শহিদুল আলম খান কাজল, সিয়াম ও অলি আহমেদ জনি এখন জামিনে আছেন।

২০১৮ সালের ৪ আগস্ট রাতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারের মোহাম্মদপুর এলাকার বাসায় নৈশভোজে অংশ নেন মার্শা বার্নিকাট। নৈশভোজ শেষে রাত ১১টার দিকে ফেরার পথে সশস্ত্র একদল মোটরসাইকেল আরোহী রাষ্ট্রদূতের গাড়িতে হামলা চালায়। হামলাকারীরা গাড়িবহরের দিকে এগোনোর সময় তাদের বাধা দেওয়া হলে রাষ্ট্রদূতের নিরাপত্তা দলের ২ সদস্যকে ঘুষি মারে হামলাকারীরা। গাড়িবহর চলে যাওয়ার সময় দুটি গাড়িতে লাঠি দিয়ে আঘাত করা হয়। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বাদী হয়ে মামলা করেন।

 

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

10h ago