বিডিনিউজ২৪ ওয়েবসাইট ৩৫ দিন পর চালু

আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সাইটটিতে প্রবেশ করা যাচ্ছে।
BDnews_Logo.jpg
ছবি: সংগৃহীত

দীর্ঘ ৩৫ দিন পর অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইট চালু হয়েছে। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সাইটটিতে প্রবেশ করা যাচ্ছে।

এর আগে গত ১ সেপ্টেম্বর সকাল থেকে সাইটটিতে প্রবেশ করা যাচ্ছিল না।  

সংবাদমাধ্যমটির প্রধান প্রতিবেদক সুমন মাহমুদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'সাইটটিতে আজ সন্ধ্যা থেকে প্রবেশ করা যাচ্ছে।'

পোর্টালটিতে একটি নোটিশও দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, 'অবশেষে, ফিরে আসা! এ কাহিনীর পেছনের ঘটনা ইতিহাসই বলুক। আর আমরা লিখে যাই ইতিহাসের প্রথম খসড়া, আগের মতই। অব্যাহত সহযোগিতা নিয়ে এ গল্পের সঙ্গী হওয়ায় পাঠক ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ।'

এর আগে সাইটটি বন্ধ হওয়ার কারণ নিশ্চিত করে বলতে পারেনি বিডিনিউজ কর্তৃপক্ষ। নিউজ পোর্টালটি হ্যাকড হয়ে থাকতে পারে বলে ধারণা করেন তারা।

প্রধান প্রতিবেদক সুমন মাহমুদ তখন বলেছিলেন, 'ওয়েবসাইটে আসলে কী সমস্যা হয়েছে তা আমরা এখনো বুঝতে পারছি না। সমস্যা সমাধানে কাজ চলছে।'

Comments