ইসরায়েল ও গাজায় যুদ্ধাপরাধের প্রমাণ স্পষ্ট: জাতিসংঘের তদন্ত কমিশন

বেসামরিক নাগরিকদের টার্গেট করাসহ ইসরায়েল ও ফিলিস্তিনের গাজা উভয় পক্ষের বিরুদ্ধে ইতোমধ্যে যুদ্ধাপরাধ করার ‘স্পষ্ট প্রমাণ’ রয়েছে বলে জানিয়েছে সংঘাত পর্যবেক্ষণকারী জাতিসংঘের তদন্ত কমিশন।
ইসরায়েলের নির্বিচার বিমান হামলায় মানবিক সংকটে পড়েছেন গাজার বাসিন্দারা। ছবি: এএফপি

বেসামরিক নাগরিকদের টার্গেট করাসহ ইসরায়েল ও ফিলিস্তিনের গাজা উভয় পক্ষের বিরুদ্ধে ইতোমধ্যে যুদ্ধাপরাধ করার 'স্পষ্ট প্রমাণ' রয়েছে বলে জানিয়েছে সংঘাত পর্যবেক্ষণকারী জাতিসংঘের তদন্ত কমিশন।

আজ মঙ্গলবার আল-জাজিরার প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

যারা আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে বা বেসামরিক নাগরিকদের টার্গেট করছে তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে বলেও জানিয়েছে জাতিসংঘের এই কমিশন।

কমিশন জানায়, গাজার সশস্ত্র গোষ্ঠীগুলো কয়েকশ নিরস্ত্র বেসামরিক মানুষকে গুলি করে হত্যা করেছে বলে প্রতিবেদনে এসেছে, যা অত্যন্ত ঘৃণিত কাজ এবং যা মেনে নেওয়া যায় না। বেসামরিক মানুষকে জিম্মি এবং মানব ঢাল হিসেবে ব্যবহার করা যুদ্ধাপরাধ।

কমিশন আরও জানায়, গাজায় ইসরায়েলের সর্বশেষ হামলা এবং সম্পূর্ণ অবরোধ দেওয়ার ঘোষণায় কমিশন অত্যন্ত উদ্বিগ্ন। কেননা পানি, খাদ্য, বিদ্যুৎ এবং জ্বালানি বন্ধ করে নিঃসন্দেহে গাজার নির্দোষ মানুষদের শাস্তি দেওয়া হচ্ছে।

Comments