ইসরায়েলি পুলিশের কাছে ইউনিফর্ম বিক্রি বন্ধ করল কেরালার প্রতিষ্ঠান

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক টমাস ওলিকাল এএফপিকে বলেন, ‘এটি একটি নৈতিক সিদ্ধান্ত।’
২০২১ সালের এপ্রিলে রমজান মাসে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে বন্দুক তাক করছেন ইসরায়েলের পুলিশ বাহিনীর সদস্যরা। ফাইল ছবি রয়
২০২১ সালের এপ্রিলে রমজান মাসে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে বন্দুক তাক করছেন ইসরায়েলের পুলিশ বাহিনীর সদস্যরা। ফাইল ছবি রয়

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে দেশটির পুলিশের কাছে ইউনিফর্ম বিক্রির দীর্ঘদিনের চুক্তি বাতিল করেছে ভারতের কেরালাভিত্তিক পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান মারিয়ান অ্যাপারেল।

আজ শুক্রবার বার্তাসংস্থা এএফপির প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনের বলা হয়েছে, গাজায় নির্বিচারে ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মারিয়ান অ্যাপারেল।

ভারতের দক্ষিণের কেরালা অঙ্গরাজ্যের এই প্রতিষ্ঠানটি আরও জানায়, তারা ২০১৫ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত ইসরায়েলি পুলিশকে প্রায় এক লাখের মতো ইউনিফর্ম সরবরাহ করেছে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক টমাস ওলিকাল এএফপিকে বলেন, 'এটি একটি নৈতিক সিদ্ধান্ত।'

কেরালার প্রতিষ্ঠান মারিয়ান অ্যাপারেলের কর্মীরা কাজ করছেন। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
কেরালার প্রতিষ্ঠান মারিয়ান অ্যাপারেলের কর্মীরা কাজ করছেন। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

টমাস এক বিবৃতিতে জানান, হাসপাতালে হামলা চালানো ও 'হাজারো নিরীহ মানুষের প্রাণহানির' ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টমাস আরও জানান, তার প্রতিষ্ঠান আগের অর্ডার অনুযায়ী ডিসেম্বর পর্যন্ত ইউনিফর্ম সরবরাহ করবে। কিন্তু এর মাঝে ইসরায়েলের পুলিশের কাছ থেকে আর নতুন কোনো অর্ডার গ্রহণ করবে না।

'শান্তি পুনরায় প্রতিষ্ঠা হলে আমরা আবারও তাদের সঙ্গে ব্যবসা শুরু করতে পারি', যোগ করেন টমাস।

মারিয়ান অ্যাপারেলসের কর্মীর সংখ্যা প্রায় দেড় হাজার।

প্রতিষ্ঠানটি একইসঙ্গে ফিলিপাইনের সেনাবাহিনী ও সৌদি আরবের সরকারি কর্মকর্তাদের পোশাক সরবরাহ করেছে।

Comments