শোক দিবসে মার্কিন দূতাবাসে পতাকা অর্ধনমিত

ছবি: মার্কিন দূতাবাসের সৌজন্যে

ফিলিস্তিনে ইসরায়েলের হামলায় নিহতদের স্মরণে আজ শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ।

গতকাল এক মিডিয়া নোটে শোক দিবস উপলক্ষে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে পতাকা অর্ধনমিত রাখা হবে বলে জানানো হয়েছে।

দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র প্রতিটি নিরপরাধ মানুষের মৃত্যুতে শোক প্রকাশ করছে।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, 'আমরা প্রতিটি ধর্মের এবং প্রতিটি জাতীয়তার বেসামরিক নাগরিকদের প্রতি শোক জানাই যারা সংঘর্ষে নিহত হয়েছেন।'

গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। এদিন, জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে বলা হয়।

 

Comments