আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

ওয়াংখেড়েতে অনুশীলনে সাকিব, অনুপস্থিত প্রধান কোচ

ওয়াংখেড়েতে স্থানীয় সময় দুপুর ২টা থেকে ছিল অনুশীলন। তার এক ঘন্টা আগেই মাঠে প্রবেশ করে বাংলাদেশ দল। টেকনিক্যাল পরামর্শক শ্রীধরন শ্রীরামকে নিয়ে মাঠে প্রবেশ করে উইকেটের কাছে গিয়ে কথা বলেন সাকিব।

মুম্বাই থেকে

ওয়াংখেড়েতে অনুশীলনে সাকিব, অনুপস্থিত প্রধান কোচ

Shakib Al Hasan
ফাইল ছবি: একুশ তাপাদার

পুনেতে ভারতের বিপক্ষে ওয়ার্মআপ করেও ম্যাচে শেষ পর্যন্ত নামেননি বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। মাংশপেশির চোটে থাকা সাকিব মুম্বাইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও খেলবেন কিনা তা নিয়ে আছে অনিশ্চয়তা। তবে দলের অনুশীলনে শুরু থেকে দেখা যাচ্ছে তাকে। অসুস্থ থাকায় এদিন অনুশীলনে ছিলেন না প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। 

রোববার ওয়াংখেড়েতে স্থানীয় সময় দুপুর ২টা থেকে ছিল অনুশীলন। তার এক ঘন্টা আগেই মাঠে প্রবেশ করে বাংলাদেশ দল। টেকনিক্যাল পরামর্শক শ্রীধরন শ্রীরামকে নিয়ে মাঠে প্রবেশ করে উইকেটের কাছে গিয়ে কথা বলেন সাকিব।

পরে ডাগআউটে এসে নাজমুল হোসেন শান্তর সঙ্গে খোশগল্পে মাতেন সাকিব। বেশ ফুরফুরে মেজাজে পাওয়া যায় তাকে। ওয়ার্মআপে গা গরমের ফুটবলেও সাকিব ছিলেন স্বাভাবিক। দৌড়াতেও দেখা গেছে তাকে। 

পরে নেটে ব্যাটিং অনুশীলনে নামেন তিনি। থ্রো ডাউন ও স্পিনারদের বল খেলতে দেখা যায় তাকে। । এর আগে তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাসদের দেখা গেছে বড় শটের চেষ্টায়। 

গত তিন ম্যাচে রান না পাওয়া শান্তকে আলাদা নেটে নিয়ে কাজ করছেন শ্রীরাম। হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমানরা নেটে বল করায় ব্যস্ত থাকলেও তাসকিন আহমেদকে দেখা যায় আলাদাভাবে। তিনি নেটের পাশে কোচের সঙ্গে হালকা রানিং করেন। বল হাতে থাকলেও তাকে হাত ঘোরাতে দেখা যায়নি। 

তবে এদিনের অনুশীলনে আসেননি প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। টেকনিক্যাল পরামর্শক শ্রীরাম ও সহকারি কোচ নিক পোথাস অনুশীলন তদারকি করছেন। জানা গেছে কিছুটা অসুস্থ বাংলাদেশের কোচ। 

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

10h ago