আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

বড় অঙ্কের প্রাইজমানি পেল অস্ট্রেলিয়া, খালি হাতে নয় বাকিরাও

বিশ্বকাপ ট্রফিটা প্রায় নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া। এই নিয়ে তারা কাপ জিতল ৬বার। বাকিদের কেউ দুইবারের বেশি করতে পারেনি এই অর্জন। গৌরবের ট্রফির জয়ের পাশাপাশি মোটা অঙ্কের অর্থযোগও হচ্ছে তাদের। বঞ্চিত নয় অংশ নেওয়া কোন দলই।

বড় অঙ্কের প্রাইজমানি পেল অস্ট্রেলিয়া, খালি হাতে নয় বাকিরাও

বিশ্বকাপ ট্রফিটা প্রায় নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া। এই নিয়ে তারা কাপ জিতল ৬বার। বাকিদের কেউ দুইবারের বেশি করতে পারেনি এই অর্জন। গৌরবের ট্রফির জয়ের পাশাপাশি মোটা অঙ্কের অর্থযোগও হচ্ছে তাদের। বঞ্চিত নয় অংশ নেওয়া কোন দলই।
pat cummins
বিশ্বকাপ ট্রফি নেওয়ার আগে ভারতের প্রধানমন্ত্রীর অভিনন্দন গ্রহণ করছেন প্যাট কামিন্স

বিশ্বকাপ ট্রফিটা প্রায় নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া। এই নিয়ে তারা কাপ জিতল ৬বার। বাকিদের কেউ দুইবারের বেশি করতে পারেনি এই অর্জন। গৌরবের ট্রফির জয়ের পাশাপাশি মোটা অঙ্কের অর্থযোগও হচ্ছে তাদের। বঞ্চিত নয় অংশ নেওয়া কোন দলই।

ভারতকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া অজিরা পাচ্ছে সেরা হওয়ার ৪০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ মুদ্রায় যা ৪৪ কোটি টাকার বেশি। টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে গিয়ে হেরে রানার্সআপ হওয়া ভারত পাচ্ছে ২০ লাখ মার্কিন ডলার বা ২২ কোটির বেশি।

সেমিফাইনালে উঠা অন্য দুই দল নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা প্রত্যেকে পাচ্ছে ৯ কোটি টাকার বেশি। গ্রুপ পর্ব পেরুতে না পারা বাকি ছয় দলের প্রত্যেকের  অর্জন ১ লাখ ডলার করে। এছাড়া গ্রুপ পর্বে প্রতি জয়ের জন্য দলগুলো পেয়েছে ৪০ হাজার ডলার করে। অর্থাৎ দুই ম্যাচ জিতে বাংলাদেশ পেয়েছে ৮০ হাজার ডলার। এছাড়া অংশগ্রহণকারী দল হিসেবে আছে ১ লাখ ডলার।

চরম হতাশার বিশ্বকাপেও তাই বিসিবির কোষাগারে জমা হচ্ছে ১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার বা প্রায় ২ কোটি টাকা।

চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া গ্রুপ পর্বে জিতেছিল ৭ ম্যাচ। ৪৪ লাখ ডলারের বাইরে আরও ২ লাখ ৮০ হাজার ডলার তাদের অর্জন। গ্রুপ পর্বে সব ম্যাচ জেতায় ভারত এই খাতে পাচ্ছে ৩ লাখ ৬০ হাজার ডলার। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার আয় ৫১ কোটি টাকার বেশি। ভারতের আয় ২৮ কোটির বেশি।

Comments