চঞ্চল-নিশো-মেহজাবিন-ফারিণ-নাসির পেলেন ব্লেন্ডারস চয়েস-ডেইলি স্টার ওটিটি অ্যাওয়ার্ড

দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২২। 

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে এই আয়োজনে পুরস্কার জিতেছেন চঞ্চল চৌধুরী, আফরান নিশো, মেহজাবিন চৌধুরী, তাসনিয়া ফারিণ, নাসির উদ্দিন খানসহ জনপ্রিয় সব তারকারা। 

বিশেষজ্ঞ জুরি প্যানেলের মূল্যায়ন এবং ভক্তদের ভোটের ভিত্তিতে মোট ২৮টি ক্যাটাগরিতে সম্মানিত করা হয় ওটিটি ও ডিজিটাল প্ল্যাটফর্মের শিল্পী ও কনটেন্ট নির্মাতাদের।

চঞ্চল-নিশো-মেহজাবিন-ফারিণ-নাসির পেলেন ব্লেন্ডারস চয়েস-ডেইলি স্টার ওটিটি অ্যাওয়ার্ড।

Comments

The Daily Star  | English

Remittance rose 9% in August

However, August’s inflow was 2.22 percent lower than the previous month

1h ago