বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ইন্টারনেটের গতি স্বাভাবিক

নয়াপল্টনে আজ সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ইন্টারনেট সেবা বন্ধ রাখতে টেলিকম অপারেটরকে নির্দেশ দিয়েছে বিটিআরসি।
মোবাইলে কথা ও ইন্টারনেট খরচ বাড়ল
ছবি: রয়টার্স

আওয়ামী লীগের সমাবেশস্থল রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে মোবাইলের ইন্টারনেটের গতি স্বাভাবিক আছে।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় ঘটনাস্থল থেকে এ তথ্য জানিয়েছেন দ্য ডেইলি স্টারের প্রতিবেদক।

তিনি জানান, সকাল থেকেই বায়তুল মোকাররমের দক্ষিণ গেটসহ আশেপাশের এলাকায় ইন্টারনেটের গতি স্বাভাবিক রয়েছে। মোবাইল ফোনে কথা বলতে কিংবা ইন্টারনেট ব্যবহারে কোনো ধরনের সমস্যা দেখা যায়নি।

সমাবেশস্থল থেকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দীন রিয়াজ ডেইলি স্টারকে জানান, তাদের সমাবেশস্থলে ইন্টারনেটের গতি স্বাভাবিক রয়েছে।

তবে, বিএনপির সমাবেশস্থল নয়াপল্টনে আজ সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ইন্টারনেট সেবা বন্ধ রাখতে টেলিকম অপারেটরকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

এ সংক্রান্ত একটি নির্দেশনার কপি হাতে পেয়েছে দ্য ডেইলি স্টার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এই নির্দেশনার অনুমোদন দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

Comments

The Daily Star  | English

Former planning minister MA Mannan arrested in Sunamganj

Police arrested former Planning Minister MA Mannan from his home in Sunamganj's Shatiganj upazila yesterday evening

2h ago