নিজেদের এজেন্ট দিয়ে সহিংসতা করাচ্ছে সরকার: জোনায়েদ সাকি

মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা দাবি করা মিয়া আরেফি আটক
বিএনপির ডাকা হরতালের সমর্থনে মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। ছবি: সংগৃহীত

সরকার তার নিজেদের এজেন্ট দিয়ে সহিংসতা করছে বলে অভিযোগ তুলেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

আজ রোববার বিএনপির হরতালের সমর্থনে ঢাকায় বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে দেওয়া বক্তব্যে এই কথা বলেছেন তিনি।

জোনায়েদ সাকি বলেন, অত্যন্ত পরিকল্পিতভাবে সরকার নানা ধরনের এজেন্ট দিয়ে উসকানিমূলক কাজ করিয়ে গতকালের শান্তিপূর্ণ সমাবেশকে একটা সহিংসতার চেহারা দিয়েছে। আন্দোলন দমনের অজুহাত তৈরি করতে সরকার এটা করেছে বলে অভিযোগ করেন তিনি।

জোনায়েদ সাকি বলেন, 'নেতৃবৃন্দকে গ্রেপ্তারের অজুহাত তৈরি করতে চায় তারা। ইতোমধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অনেক নেতৃবৃন্দকে তারা গ্রেপ্তার করেছে। আমাদের নেতাকর্মীদের বিভিন্ন জেলায় গ্রেপ্তার করা হচ্ছে, হত্যা করা হয়েছে, হামলা করা হচ্ছে।'

তিনি বলেন, 'আমরা জনগণের কাছে আহ্বান জানাই, এই লড়াই ভোটাধিকারের, গণতন্ত্রের, দেশ রক্ষার লড়াই। এই লড়াইয়ে সব ষড়যন্ত্র, হামলা, দমনপীড়ন মোকাবিলা করে এগিয়ে যেতে হবে। কোনো ষড়যন্ত্র এই আন্দোলনকে নস্যাৎ করতে পারবে না।'

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

2h ago