নারায়ণগঞ্জে কাভার্ডভ্যান-ট্রাকে আগুন, আটক ৭

আগুনে পুড়ে যাওয়া কাভার্ডভ্যান। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি কাভার্ডভ্যান ও একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সেখান থেকে চারজনকে আটক করেছে পুলিশ। একইসঙ্গে সিদ্ধিরগঞ্জ এলাকায় টায়ার পুড়িয়ে মহাসড়ক অবরোধের চেষ্টার সময় আরও তিনজনকে আটক করা হয়েছে৷

আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে রূপগঞ্জ উপজেলার নলপাথার এলাকায় এশিয়ান হাইওয়েতে (ঢাকা বাইপাস) কাভার্ডভ্যান ও ট্রাকে আগুন দেওয়া হয়৷

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির হোসেন বলেন, পুলিশ রূপগঞ্জের ঘটনাস্থল থেকে ছাত্রদলের চার সাবেক নেতাকে আটক করেছে।

তিনি আরও বলেন, বিএনপির কয়েকজন নেতা এশিয়ান হাইওয়েতে অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে এবং সড়কে চলাচলকারী কয়েকটি গাড়ি ভাঙচুর করে। তারা একটি কাভার্ড ভ্যান ও একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। পুলিশ তৎক্ষণাৎ সেখানে গিয়ে তাদের ছত্রভঙ্গ করতে শটগান থেকে গুলি ছোড়ে। পরে পুলিশ ও স্থানীয়রা মিলে যানবাহন দুটি আগুন নেভায়।

'দুটি ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে। ঘটনাস্থল থেকে পুলিশ চারজনকে আটক করে৷ তারা নিজেকে ছাত্রদলের নেতা বলে পরিচয় দেন৷ এদের মধ্যে দুজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। আটকের পর পুলিশ তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছে', বলেন তিনি।

পুলিশ সূত্র জানায়, আটক চারজন জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামানের অনুসারী। তবে পুলিশ তাদের নাম প্রকাশ করেনি৷

টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা। ছবি: সংগৃহীত

সিদ্ধিরগঞ্জে আটক আরও ৩

টায়ারে আগুন দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করার সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল এলাকা থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।

বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের শেষ দিন আজ সকাল ৭টার দিকে সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তিনটি স্থানে টায়ারে আগুন ধরিয়ে দেয় বিএনপির কয়েকজন নেতাকর্মী। তারা সেখানে কয়েকটি যানবাহন ভাঙচুর করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দিয়ে বিএনপির সিদ্ধিরগঞ্জ শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক টিএইচ তোফাসহ বিএনপির তিনজনকে আটক করে৷

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বিএনপি টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে কয়েকটি গাড়ি ভাঙচুর করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা বলেন, 'জেলার প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। সড়ক-মহাসড়কে র‌্যাব ও বিজিবি টহল দিচ্ছে।'

Comments

The Daily Star  | English

India, Pakistan agree ceasefire

Announces Trump after rivals launch multiple attacks on key military installations; Islamabad, New Delhi confirm truce 

1h ago