এবার গুলিস্তানে একটি যাত্রীবাহী বাসে আগুন
রাজধানী ঢাকার নিউমার্কেট, এলিফ্যান্ট রোড ও সায়েদাবাদ জনপদের মোড়ের পরে এবার গুলিস্তান এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আজ শনিবার রাত ১০টার দিকে পাতাল মার্কেটের সামনে মনজিল এক্সপ্রেস কোম্পানির একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ওয়্যারলেস অপারেটর আব্দুস সামাদ আজাদ দ্য ডেইলি স্টারকে বলেন, রাত ১০টা ২ মিনিটে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। আগুন নেভাতে বর্তমানে দুটি ইউনিট কাজ করছে।
এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় এলিফ্যান্ট রোডে একটি বাসে আগুন দেওয়া হয়। এর পাঁচ মিনিট পরই নিউ মার্কেট এলাকায় দ্বিতীয় বাসে আগুন দেওয়ার ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিস থেকে জানানো হয়, সায়েদাবাদে ৭টা ৫৫ মিনিটে বাসে আগুন দেওয়ার খবর পাওয়া যায়। পোস্তাগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ করে।
গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের পর দলটি গত রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়। এরপর এক দিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন অবরোধ কর্মসূচি ঘোষণা করে।
এরপর দুই দিন বিরতি দিয়ে আবার অবরোধ ডেকেছে দলটি।
Comments