চট্টগ্রাম থেকে পরিদর্শন ট্রেন যাচ্ছে কক্সবাজার

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ
চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ পরীক্ষার জন্য প্রস্তুত পরিদর্শন ট্রেন। ছবি: রাজীব রায়হান/স্টার

চট্টগ্রাম থেকে প্রথমবারের মতো ট্রেন যাচ্ছে কক্সবাজার।

আজ রোববার সকাল ৯টার দিকে আট বগি নিয়ে রেলপথ পরিদর্শনের জন্য এই ট্রেন চালানো হচ্ছে বলে জানিয়েছেন রেলের পরিদর্শন বিভাগের কর্মকর্তারা।

উদ্বেধনের আগে নতুন নির্মিত এই রেললাইন যাচাই করে দেখছেন পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তারা।

প্রায় ১৮ হাজার কোটি টাকা খরচে এ প্রকল্পটি আগামী ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন।

নিয়ম অনুসারে, রেলের কোনো প্রকল্প বাস্তবায়ন হলে তা চালুর আগে রেলের পরিদর্শন অধিদপ্তর পরীক্ষা করে দেখে। এ অধিদপ্তর ছাড়পত্র দিলে নতুন রেলপথটি ট্রেন চলাচলের জন্য উপযোগী বলে বিবেচনা করা হয়।

এরপর পরীক্ষামূলক চলাচল বা আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু করতে পারবে৷

চট্টগ্রাম স্টেশন থেকে যাত্রা করা ট্রেনটিতে আছেন রেল পরিদর্শক রহুল কাদের আজাদ, রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. নাজমুল ইসলামসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলীরা।

ট্রেন ছাড়ার আগে চট্টগ্রাম স্টেশন প্ল্যাটফর্মে রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. নাজমুল ইসলাম সাংবাদিকদের বলেন, নতুন এ রেলপথটি ট্রেন চলাচলের জন্য নিরাপদ কিনা তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। এটা রেলওয়ের রুটিন ওয়ার্ক। এটা কোনো ট্রায়াল রান না। এটা পরিদর্শন ট্রেন।

রেল সূত্র জানায়, ২০১৮ সালে চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেললাইনের নির্মাণ শুরু হয়। প্রায় ১০১ কিলোমিটার লাইনের মধ্যে মোট প্রকল্পের কাজ ৯২ শতাংশ ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী ডিসেম্বরের দিকে পুরো কাজ শেষ হবে।

Comments

The Daily Star  | English

Confronting Dhaka’s battery-run rickshaw dilemma

One of the more recent manifestations of informal urban expansion is the proliferation of battery-run rickshaws.

7h ago