মুখোমুখি বৈঠকে কেএনএফ-শান্তি কমিটি, সন্ত্রাস বন্ধে সমঝোতা

বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লার নেতৃত্বে ৮ সদস্য এবং কেএনএফের প্রতিষ্ঠাতা নাথান বমের প্রধান উপদেষ্টা লাল এন লিয়ান বমের নেতৃত্বে ৫ সদস্য বৈঠকে অংশ নেন। ছবি: সংগৃহীত

বান্দরবানে বহুল আলোচিত কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)  ও শান্তি প্রতিষ্ঠা কমিটি মুখোমুখি বৈঠক করেছে।

আজ রোববার সকাল ১১টা ৫০ মিনিটে রুমা উপজেলার কাছে মুনলাই পাড়ায় প্রায় দুই ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা কমিটির আহ্বায়ক ও বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লার নেতৃত্বে ৮ সদস্য এবং কেএনএফের প্রতিষ্ঠাতা নাথান বমের প্রধান উপদেষ্টা লাল এন লিয়ান বমের নেতৃত্বে ৫ সদস্য বৈঠকে অংশ নেন।

শান্তি কমিটির মুখপাত্র কাঞ্চন জয় তনচঙ্গ্যা দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

পাহাড়ে বিরাজমান পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে দুই পক্ষের মধ্যে এর আগে কয়েকবার ভিডিও কনফারেন্সে বৈঠক হলেও, সামনাসামনি এটিই প্রথম বৈঠক। 

কাঞ্চন জয় তনচঙ্গ্যা বলেন, 'শান্তি আলোচনায় বম সম্প্রদায়ের লোকজনকে নিত্যপ্রয়োজনীয় বাজার-সদাই কেনার ওপর বিধিনিষেধ তুলে নেওয়া, আটক ৬১ কেএনএফ সদস্যের মুক্তিসহ বম সম্প্রদায়ের পাড়ায় অভিযানের নামে হয়রানি বন্ধের দাবি জানিয়েছে কেএনএফ।'

কেএনএফ সদস্যদের পাহাড়ে সন্ত্রাসী কার্যক্রম বন্ধ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার বিষয়ে বৈঠকে উভয়পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে বলেও জানান তিনি।

শান্তি কমিটির আহ্বায়ক ক্য শৈ হ্লা ডেইলি স্টারকে জানান, 'খুবই আন্তরিক ও শান্তিপূর্ণভাবে বৈঠক সম্পন্ন হয়েছে। আগামী ডিসেম্বর মাসে আরও একটি বৈঠক অনুষ্ঠিত হবে।'

বৈঠকে সরকারে পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শাহ্ আলম উপস্থিত ছিলেন।

এ বৈঠককে ঘিরে মুনলাই পাড়ায় পুলিশ, বিজিবিসহ মোতায়েন ছিল আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। 

 

Comments

The Daily Star  | English

Prof Yunus sends birthday greetings to Khaleda Zia with flower bouquet

The bouquet was handed over to Khaleda Zia's private secretary ABM Abdus Sattar

27m ago