গুলিস্তানে বাসে আগুন

আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের একজন কর্মী। ছবি: সংগৃহীত

ঢাকার গুলিস্তানে বিকল্প পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ দুপুর ২টার পর গুলিস্তানের  বঙ্গবন্ধু স্কয়ার হল মার্কেটের সামনে এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছন।

তিনি জানান, খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুইটি ইউনিট আগুন নেভাতে কাজ করে। এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

গত ২৮ অক্টোবর রাজধানীর নয়া পল্টনে সংঘর্ষের মধ্যে পণ্ড হওয়া সমাবেশ থেকে পরদিন সারাদেশে হরতালের ডাক দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৯ অক্টোবর সেই হরতালের সকালে গুলশানের বাসা থেকে ফখরুলকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

এর প্রতিবাদে টানা তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। বৃহস্পতিবার সন্ধ্যায় সেই কর্মসূচি শেষে রবি ও সোমবার নতুন করে ৪৮ ঘণ্টার অবরোধ ডাকে দলটি।

২৮ অক্টোবরের পর থেকে প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও যানবাহন পোড়ানো হচ্ছে। এই সময়ে প্রাণ গেছে অন্তত ৯ জনের।

Comments

The Daily Star  | English

Foreign debt repayment surges 16% in July

The country repaid $446.68 million in July of FY26

55m ago