শীর্ষে ওঠার সুযোগ হারালেও পারফরম্যান্সে খুশি রিয়াল কোচ

ছবি: এএফপি

বহু সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের ব্যর্থতায় হোঁচট খেল রিয়াল মাদ্রিদ। জিরোনাকে টপকে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করল তারা। এটা নিয়ে হতাশ হলেও খেলোয়াড়দের পারফরম্যান্সে খুশি দলটির কোচ কার্লো আনচেলত্তি।

গতকাল রোববার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রায়ো ভায়েকানোর সঙ্গে গোলশূন্য ড্র করেছে রিয়াল। অথচ একাধিক গোল পেতে পারত আসরের সফলতম ক্লাবটি। প্রতিপক্ষের গোলমুখে তারা শট নিয়েছিল ২২টি। এর মধ্যে লক্ষ্যে ছিল পাঁচটি। কিন্তু জুড বেলিংহ্যাম, হোসেলু, ভিনিসিয়ুস জুনিয়র, ফেদেরিকো ভালভার্দে, রদ্রিগোদের কেউই পারেননি জাল খুঁজে নিতে।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে জয় না পাওয়া নিয়ে আক্ষেপ জানান আনচেলত্তি। তবে শিষ্যদের খেলা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ইতালিয়ান এই কোচ, 'ম্যাচের ফল নিয়ে আমরা হতাশ। তবে আমরা ভালো খেলেছি। আমরা ইতিবাচক মানসিকতা ও প্রাণশক্তি দেখিয়েছি এবং অনেক সুযোগ তৈরি করেছি।'

একই প্রসঙ্গে তিনি যোগ করেন, 'ম্যাচের ফল নিয়ে হতাশ হলেও পারফরম্যান্স নিয়ে হতাশ নই। মাঝে মাঝে জেতার যোগ্য না হয়েও আপনি ম্যাচ জিতবেন এবং মাঝে মাঝে যোগ্য হয়েও আপনি ম্যাচ জিতবেন না। এটা এমন একটা ম্যাচ ছিল যেটাতে জয় আমাদের প্রাপ্য ছিল। অন্য কিছু ম্যাচে আমরা জিতেছি যেখানে আমাদের জয় প্রাপ্য ছিল না। লা লিগার শিরোপার লড়াইয়ে আমরা আছি এবং চ্যাম্পিয়ন্স লিগেও খুব ভালো করছি। কোনো নাটকের দরকার নেই, বরং আমরা যে ভালো করছি তা নিয়ে আত্মবিশ্বাসী থাকা দরকার। যেমন আজ (রোববার) রায়ো ভায়েকানোর বিপক্ষে আমরা ভুল কিছু করিনি।'

লিগে নিজেদের আগের ম্যাচে বার্সেলোনার মুখোমুখি হয়েছিল রিয়াল। মৌসুমের প্রথম ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বীর মাঠেই রোমাঞ্চকর দ্বৈরথে ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলে জিতেছিল তারা।

রায়োর বিপক্ষে জয়ের চেয়ে বার্সার বিপক্ষে জয়ের আনন্দে ও মাহাত্ম্য যে বেশি, তা খোলাখুলিই স্বীকার করে নেন আনচেলত্তি, 'ক্লাসিকোতে যদি ড্র হতো এবং আজ (রোববার) যদি জিততাম, তাহলে কোনোকিছুই পাল্টাত না। কিন্তু যদি এই দুই ম্যাচের যেকোনো একটি যদি জিততে হতো, তাহলে বার্সেলোনার বিপক্ষেই জিততে চাইতাম, রায়োর বিপক্ষে নয়।'

১২ ম্যাচে ৯ জয় ও ২ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে লা লিগায় দ্বিতীয় স্থানে আছে রিয়াল। সমান ম্যাচে তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে চমক জাগিয়ে শীর্ষে অবস্থান জিরোনার। ২৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে শিরোপাধারী বার্সেলোনা। ১৮ পয়েন্ট পাওয়া রায়ো আছে নবম স্থানে।

Comments

The Daily Star  | English

Yunus begins meeting political leaders to discuss pressing issues

Yunus is scheduled to hold another meeting with leaders of different Islamist parties after this

43m ago