ভিনিসিয়ুসের নৈপুণ্যে জিতল রিয়াল

পুরো ম্যাচ জুড়ে দুর্দান্ত খেললেন ভিনিসিয়ুস জুনিয়র। প্রথমে ড্রিবল আর কাটফিন্টে চোখ ধাঁধানো এক গোল করে ম্যাচে দলকে এগিয়ে দেন, এরপর প্রথমার্ধের একদম শেষদিকে দুর্দান্ত এক পাসে ভালভার্দেকে দিয়ে করান আরেকটি গোল। তাতে সালজবুর্গের বিপক্ষে দারুণ জয় তুলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ।

বাংলাদেশ সময় শুক্রবার সকালে লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ডে সালজবুর্গকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। হলে 'এইচ' গ্রুপে শীর্ষে থেকেই নকআউট পর্ব নিশ্চিত হয় তাদের। দ্বিতীয় রাউন্ডে ইতালিয়ান ক্লাব জুভেন্তাসের মুখোমুখি হবে দলটি।

তবে এই জয় শুধু ভিনিসিয়ুসের ঝলক নয়, ছিল গোটা রিয়াল দলটির ঐক্য ও পরিশ্রমের পুরস্কার। ম্যাচের শুরু থেকেই সালজবুর্গকে চাপে ফেলে রাখে মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে কিছুটা রক্ষণাত্মক হলেও প্রতিপক্ষের প্রতিটি আক্রমণেই পাল্টা জবাব দেয় দ্রুত কাউন্টার-অ্যাটাকে। ঠিক এমন এক পাল্টা আক্রমণ থেকেই আসে তৃতীয় গোল।

তবে এত চাপের মধ্যেও প্রথমার্ধের আধাঘণ্টায় রিয়ালের স্পষ্ট সুযোগ আসে কেবল একবারই। যেখানে জুড বেলিংহ্যাম বল বাড়ান ভিনির দিকে, তবে জাভিয়েশিৎস্কির চমৎকার গোলকিপিংয়ে ব্যর্থ হয় সে প্রচেষ্টা।

প্রথম গোল পাওয়ার কিছু আগে খবর আসে, আল হিলাল গোল করেছে। ফলে গ্রুপ থেকে ছিটকে যাওয়া এড়াতে কিছুটা আক্রমণে আসে সালজবুর্গ। নেনে কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। উল্টো ফ্রান গার্সিয়া বল কেড়ে তা দেন বেলিংহ্যামের কাছে, তিনিও নিখুঁত ক্রস দেন ভিনিকে। ভিনি দারুণ ড্রিবল করে বাঁ পায়ে দুর্দান্ত ফিনিশ করেন।

তবে ভিনির আসল জাদু আসে প্রথমার্ধের যোগ করা সময়ে। প্রতিপক্ষ সেন্টারব্যাককে টেনে এনে শট না নিয়ে পিছনে বাড়িয়ে দেন ফেদেরিকো ভালভার্দেকে, যিনি অনায়াসে লক্ষ্যভেদ করেন। তবে প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা রিয়াল দ্বিতীয়ার্ধে কিছুটা ঢিলেঢালা হয়ে পড়ে। সালজবুর্গ দুইটি পরিবর্তন আনে—কেয়ারগার্ড ও দাঘিম। দাঘিম দুটি দারুণ সুযোগ পান—প্রথমটি নিজেই তৈরি করেন, যেখানে কোর্তোয়ার অবিশ্বাস্য সেভে ব্যর্থ হন; দ্বিতীয়টি বেলিংহ্যামের এক ভুল পাস থেকে, তবে বল পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।

শেষদিকে সালজবুর্গের কিছু প্রচেষ্টা থাকলেও তাতে কোর্তোয়ার খুব একটা পরীক্ষা হয়নি। পাল্টা আক্রমণে রিয়ালের ধার ছিল আগের মতোই। এরমধ্যেই গঞ্জালো গার্সিয়া প্রতিপক্ষের গাদুকে চাপে ফেলে বল কাড়েন, তারপর সোজা এগিয়ে গিয়ে দারুণ এক চিপে গোল করেন। তাতে জয় নিশ্চিত হয়ে যায় স্প্যানিশ দলটির।  

Comments

The Daily Star  | English

No scope to avoid fundamental reforms: Yunus

Conveys optimism commission will be able to formulate July charter within expected timeframe

6h ago