চরম অসন্তোষ নিয়ে ডোনাল্ড বললেন, ‘আমি চলে যাচ্ছি’

বিশ্বকাপে শেষ ম্যাচের পর বাংলাদেশের সঙ্গে আর থাকছেন না অ্যালান ডোনাল্ড। দ্য ডেইলি স্টারকে চরম হতাশা নিয়ে জানিয়েছেন, ‘হ্যাঁ, আমি বাড়ি ফিরে যাচ্ছি।’ 

পুনে থেকে

চরম অসন্তোষ নিয়ে ডোনাল্ড বললেন, ‘আমি চলে যাচ্ছি’

চরম অসন্তোষ নিয়ে ডোনাল্ড বললেন, ‘আমি চলে যাচ্ছি’
ছবি: টুইটার

বিশ্বকাপে শেষ ম্যাচের পর বাংলাদেশের সঙ্গে আর থাকছেন না অ্যালান ডোনাল্ড। দ্য ডেইলি স্টারকে চরম হতাশা নিয়ে জানিয়েছেন, 'হ্যাঁ, আমি বাড়ি ফিরে যাচ্ছি।' 

 

চলতি বিশ্বকাপের পর ডোনাল্ডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা এমনিতেই ছিল বিসিবির। তবে পেসারদের উন্নতিতে ভূমিকা রাখা দক্ষিণ আফ্রিকান এই কিংবদন্তির সঙ্গে নতুন চুক্তি করাও ছিলো আলোচনায়।

তবে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে সাকিব আল হাসানের টাইমড আউট করার ঘটনায় এই কোচ নিজের অখুশি জানিয়ে একটি সাক্ষাতকার দেন। এরপর বিসিবির তার কাছে ওই মন্তব্যের কারণ জানতে চায়।

ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ এক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, বৃহস্পতিবার দলীয় সভায় ডোনাল্ড চাকরি ছাড়ার কথা জানিয়েছেন। এই খবরের সত্যতা জানতে চেয়ে ডোনাল্ডকে বার্তা পাঠানো হলে তিনি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন তিনি আর থাকছেন না, তবে তবে সেটা যে কোন সুখকর পন্থায় হচ্ছে না সেটাও বুঝিয়ে দেন এই কোচ,  'বাব্বা! আমি জানি কে এই সভায় ছিলেন, আমি জানি এটা কে। যেভাবে এটা বর্ণনা করা হলো তা দারুণ।  হ্যাঁ, আমার শেষ। আমি বাড়ি চলে যাচ্ছি।'

বাংলাদেশের পেসারদের সঙ্গে সময়টা দারুণ উপভোগ্য ছিলো বলেও জানান তিনি,  'হ্যাঁ বন্ধু, আমার দারুণ এক যাত্রা ছিল। এই পেস বোলিং গ্রুপটা ছিলো আমার বন্ধুর মতন। আমি ভাষায় প্রকাশ করতে পারব না কতটা তারা প্রথম দিন থেকে আমার কতটা আপন হয়ে গিয়েছিলো। ইবাদত, খালেদ, তাসকিন এদের মতোন দুর্দান্ত এক পেস বোলিং গ্রুপের সঙ্গে কাজ করা আমি উপভোগ করেছি।'

ওটিস গিবসন চলে যাওয়ার পর  ২০২২ সালের মার্চে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় ডোনাল্ডকে। অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ছিলো তার দায়িত্ব। পরে গত ফেব্রুয়ারিতে মেয়াদ বাড়িয়ে ভারতে ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত করা হয়। পেসাররা ভালো করায় এই বিশ্বকাপের পরও তার কোচ হিসেবে থাকার আলোচনা ছিলো। কিন্তু বিশ্বকাপের মাঝে আচমকাই সব বদলে গেলো। 

Comments

The Daily Star  | English

‘SAARC remains a top priority for both of us’

Chief Adviser Yunus discusses revitalising regional cooperation with Pakistani Foreign Minister Ishaq Dar

9m ago