হাজারীবাগে বাসায় ২ বোনের রহস্যজনক মৃত্যু

ঢাকায় পৃথক দুর্ঘটনায় সুপ্রিম কোর্টের আইনজীবীসহ নিহত ২
স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানী ঢাকার হাজারীবাগ এলাকায় একটি বাসায় দুই বোনের রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের দুজনের শরীরেই ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

নিহত দুজন হলেন—জেসমিন আক্তার (৪৪) ও নাসরিন আক্তার (৩০)।

আজ সোমবার সকালে হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) শাওন কুমার বিশ্বাস দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'হাজারীবাগের কালুনগর এলাকার একটি বাসায় আজ ভোররাত ১২টার দিকে ঘটনা ঘটে। স্বজনরা তাদের রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক নাসরিন আক্তারকে রাত সাড়ে ১২টার দিকে ও জেসমিন আক্তারকে ভোর সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

'নাসরিনের ডান পায়ের রগ কাটা ছিল। বাম পায়ের হাঁটুর নিচে ও বাম হাতে কাটা চিহ্ন দেখা গেছে। জেসমিন আক্তারের গলায় গভীর ক্ষত আছে। তাদের স্বজন জানিয়েছেন, তারা দুই বোন মানসিক রোগে ভুগছিলেন,' বলেন শাওন।

এই পুলিশ কর্মকর্তা জানান, জেসমিন ও নাসরিন দুজনই অবিবাহিত। তাদের বাবা মারা গেছেন। মা ও ভাই নাজির হোসেনের সঙ্গে তারা ওই বাসায় থাকতেন। রাতে নাজির বাসার বাইরে ছিলেন, মা ছিলেন পাশের রুমে। দুজনকে রক্তাক্ত অবস্থা দেখতে পেয়ে তারা থানায় খবর দেন।

'নাসরিনকে জীবিত মনে করে স্বজনরা তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। সেখানে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য ভোরে আমরা জেসমিনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছি,' শাওন।

তিনি আরও বলেন, 'কীভাবে এই ঘটনা ঘটেছে তা এখনো সুস্পষ্টভাবে জানা যায়নি। আমরা তদন্ত করে দেখছি।'

Comments

The Daily Star  | English

JCD ends Shahbagh protest demanding justice for Shammo

Demonstrators blocked key intersection, sought arrest and trial of accused

18m ago