হুমায়রা হিমুর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ১

হুমায়রা হিমু। ছবি: স্টার

টেলিভিশন অভিনেত্রী হুমায়রা হিমুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় মোহাম্মদ জিয়াউদ্দিন রুফি নামে একজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ শুক্রবার র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পক্ষ থেকে এক হোয়াটস অ্যাপ মেসেজের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎই জানা যায় অভিনেত্রী হোমায়রা হিমুর মৃত্যুর খবর। তার মৃত্যুর বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।

তিনি জানান, এদিন বিকেল সাড়ে ৩টায় উত্তরা বাংলাদেশ মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হুমায়রা হিমুর আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েন বিনোদন অঙ্গনের তারকারা। তার মৃত্যু নিয়ে তৈরি হয় রহস্য। কেউ বলছেন এটা আত্মহত্যা, কেউ বলছেন হত্যা।

হুমায়রা হিমু মঞ্চ নাটকের মাধ্যমে ২০০৬ সালে অভিনয়ে আসেন। টেলিভিশনে 'ছায়াবীথি' নাটকে প্রথম অভিনয় করেন তিনি। একই বছর 'প্রাইভেট ইনভেস্টিগেটর' নামে একটি টিভি সিরিয়ালে অভিনয় করেন।

তারপর 'বাড়ি বাড়ি সারি সারি', 'হাউজফুল', 'গুলশান এভিনিউ'সহ অনেক নাটকে অভিনয় করে আলোচিত হয়েছিলেন।

এছাড়া 'চাপাবাজ, 'বাকরখনি', 'বউ বিরোধ', 'গোলমাল', 'নানান রঙের মানুষ' ও 'গিনেস বুকে নাম'—নাটকগুলোতে অভিনয় করেছেন হুমায়রা হিমু।

 

Comments

The Daily Star  | English

Khaleda leaves London for Dhaka in air ambulance

Fakhrul urges BNP supporters to keep roads free, ensure SSC students can reach exam centres

6h ago