ঢাকা-ময়মনসিংহ রেলপথে আগুন

ঢাকা-ময়মনসিংহ রেলপথে ভুরুলিয়া এলাকায় আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরের ভুরুলিয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ বুধবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আগুন দেওয়ার পরপরই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের ঘটনায় রেল চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

জয়দেবপুর জংশনের স্টেশনমাস্টার হানিফ আলী দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঢাকা-ময়মনসিংহ রেলপথের ভুরুলিয়া এলাকায় রেললাইনের স্লিপারে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।'

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন আহম্মেদ বলেন, 'রেলসেতুর আশপাশ থেকে বাঁশ, কাঠ ও আবর্জনা এনে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।'

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ্ আল আরেফিন বলেন, 'রাত পৌনে ৮টার দিকে ভুরুলিয়া রেললাইনে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়।'

এ ছাড়া, আজ রাত ৮টার দিকে টঙ্গী কলেজগেট এলাকায় একটি পণ্যবাহী পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, টঙ্গী কলেজগেট এলাকায় গাজীপুরগামী  একটি পণ্যবাহী চলন্ত পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।  এতে গাড়িটির পিছনের কিছু অংশ ও কিছু পণ্য পুড়ে যায়।  স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, 'ঘটনাস্থলে আমরা পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।'

Comments

The Daily Star  | English

Made with US cotton? Pay less at US customs

US customs will apply a tariff rate only to the non-American portion of a product's value

11h ago