কেন অমিতাভকে ফাইনাল ম্যাচ না দেখার পরামর্শ দিচ্ছেন ভক্তরা

অমিতাভ বচ্চন। ছবি: সংগৃহীত

আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে জিতেছে ভারত। এখন ফাইনাল খেলার অপেক্ষায় আছে তারা। ভক্তরাও চাচ্ছেন ভারত যেন এবার চ্যাম্পিয়ন হয়। কিন্তু, বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনকে ফাইনাল না দেখার পরামর্শ দিয়েছেন অনেকে। কারণ, তার এক্স (পূর্বের টুইটার) পোস্ট।

গতকাল অমিতাভ বচ্চন এক্স পোস্টে লিখেছেন, যেদিন আমি খেলা দেখি না, সেদিন ভারত জিতে যায়।

অমিতাভের ওই পোস্টের পর বলিউড মেগাস্টারকে ফাইনাল ম্যাচ না দেখার পরামর্শ দিয়েছেন অনেকে। একইসঙ্গে সবাই জয়ের জন্য ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন।

অমিতাভ বচ্চনের এক্স অ্যাকাউন্টের পোস্ট থেকে স্ক্রিনশর্ট নেওয়া

ভক্তরা অমিতাভ বচ্চনের এই পোস্টে বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। তাকে জোরালোভাবেই ১৯ নভেম্বরের ফাইনাল খেলা দেখা থেকে বিরত থাকতে বলছেন।

এর আগে, গতকাল সন্ধ্যায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। গ্যালারিতে রণবীর কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদভানি থেকে শুরু করে বি-টাউনের অনেক তারকা উপস্থিত ছিলেন। আনুশকা শর্মা ও  বিরাট কোহলির উদযাপন অনেকের নজর কেড়েছে। কারণ, গতকাল কোহলি ক্রিকেট ইতিহাসে ৫০তম সেঞ্চুরি করে শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙেছেন।

আইসিসি বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য বলিউড তারকারা ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন।

Comments

The Daily Star  | English
Starlink logo

BTRC approves licence for Starlink

This is the swiftest recommendation from the BTRC for any such licence, according to a BTRC official.

9h ago