গাজীপুরে প্রাথমিক স্কুলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

আজ রোববার ভোরে শ্রীপুর গিলাশ্বর আবদুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আগুনের ঘটনা ঘটে।
গাজীপুরে শ্রীপুর গিলাশ্বর আবদুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ রোববার ভোরে আগুনে পুড়ে গেছে শ্রেণিকক্ষের বেঞ্চ, জানালা। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ রোববার ভোরে শ্রীপুর গিলাশ্বর আবদুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আগুনের ঘটনা ঘটে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল ফজল মোহাম্মদ নাসিম দ্য ডেইলি স্টারকে জানান, আজ ভোরে যে কোনো এক সময় কে বা কারা স্কুলের শ্রেণিকক্ষে আগুন ধরিয়ে দেয়। শ্রেণিকক্ষের একাধিক বেঞ্চ পুড়ে গেছে।

তিনি বলেন, ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শ্রীপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার হারুনুর রশিদ দ্য ডেইলি স্টারকে জানান, শ্রেণিকক্ষের একাধিক বেঞ্চ, কয়েকটি জানালা ও  অন্যান্য সরঞ্জাম পুড়ে গেছে।

তিনি বলেন, এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

বিদ্যালয় সূত্রে জানা যায়, স্কুলটির সীমানা প্রাচীর নেই। বিদ্যালয়ের জানালা দিয়ে কে বা কারা ভোর ৫টার দিকে শ্রেণিকক্ষে আগুন ধরিয়ে দেয়। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে।  শ্রেণিকক্ষের ১০টি বেঞ্চ, ৪টি জানালা, ২টি বৈদ্যুতিক পাখাসহ আনুষঙ্গিক সরঞ্জাম পুড়ে গেছে।

স্কুল কর্তৃপক্ষ জানায়, বিদ্যালয়ে ছাত্র সংখ্যা বেশি থাকায় একটি টিনশেডে শ্রেণিকক্ষ বানানো হয়েছে। সেই শ্রেণিকক্ষে আগুন দেয় দুর্বৃত্তরা। বিদ্যালয়ে মূল্যায়ন পরীক্ষা আগামী ২১ নভেম্বর থেকে হওয়ার কথা রয়েছে।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার হারুনুর রশিদ বলেন, 'বিদ্যালয়ে কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন  স্কুলের সাথে কারো কোনো সমস্যা নেই। এটা নাশকতা।'

Comments

The Daily Star  | English

Bus services halted in Khagrachhari; transport strike in Rangamati

This comes in the wake of a 72-hour blockade imposed by hill student organisations

30m ago