মেসির আর্জেন্টিনার বিপক্ষে সেরা প্রস্তুতি নিয়ে নামার কথা জানালেন ব্রাজিল কোচ

ফুটবলের সবচেয়ে ক্লাসিক্যাল দ্বৈরথের একটি ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই। দুই চির প্রতিদ্বন্দ্বী দল বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হচ্ছে বুধবার। ঘরের মাঠে আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে ব্যাকফুটে থাকা ব্রাজিল কোচ ফার্নান্দো দিনিজ বললেন, সম্ভব্য সেরা প্রস্তুতি নিয়ে দারুণ প্রতিপক্ষের মুখোমুখি হতে চলেছেন তারা।

বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে শুরু হবে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ। বাছাইপর্বে নিজেদের সর্বশেষ ম্যাচে হেরেছে দুই দলই। হারলেও আর্জেন্টিনা আছে টেবিলের শীর্ষে। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বাছাইপর্বে টানা দুই হারে ব্রাজিলের অবস্থান পাঁচে।

গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ছিটকে পড়ার পর থেকেই ভুগতে থাকা ব্রাজিল খুঁজছে জেগে উঠার পথ। অন্যদিকে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা বিশ্বকাপ জিতে আছে সেরা অবস্থায়।

বিপরীত মুখী অবস্থানে থাকলেও ঘরের মাঠে আর্জেন্টিনাকে ধরাশায়ী করতে প্রস্তুত হচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সংবাদ সম্মেলনে দিনিজ জানালেন দারুণ প্রতিপক্ষের বিপক্ষে সম্ভাব্য সেরা প্রস্তুতি নিয়ে নামবেন তারা,  'আমি আশা করছি আমরা ভালো খেলব এবং ভক্তরাও আওয়াজ তুলবে একটা দারুণ আবহ তৈরি হবে।'

'আমরা নিজেদের সেরাটা নিয়ে দারুণ প্রতিপক্ষের বিপক্ষে খেলতে প্রস্তুত হচ্ছি।'

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ মানেই মেসিকে নিয়ে চিন্তা। বিশ্বের অন্যতম সেরা ফুটবল তারকাকে নিয়ে যেকোনো প্রতিপক্ষকেই করতে হয় আলাদা ছক। দিনিজও স্বীকার করছে মেসিকে নিয়ে সর্বদা সতর্ক থাকতে হবে তাদের,  'মেসিকে সামলানো অবশ্যই ভিন্ন এবং আপনাকে উদ্বিগ্ন থাকতে হবে। তার মাপের খেলোয়াড়, যার কিনা সিদ্ধান্ত নেওয়ার ওই শক্তি বিপুল তার বিপক্ষে উদ্বিগ্ন না থাকা অসম্ভব।'

তবে মেসি বাদ দিলেও আর্জেন্টিনাকে দল হিসেবে অনেক উচ্চতায় রাখেন ব্রাজিল কোচ। অনেকদিন ধরে একই স্কোয়াড খেলতে থাকায় দলটির বিপক্ষে ম্যাচ বের করতে কঠোর পরিশ্রমের বিকল্প দেখছে না ব্রাজিল,  'আমরা এমন এক দলের মুখোমুখি হচ্ছে যারা একদম সেরা না হলেও অন্যতম সেরা তো বটেই। কেবল বিশ্বকাপ জিতেছে বলেই নয়, এমনিতেও।'

'বড় বড় লিগের খেলোয়াড় তাদের দলে আছে। তাদের মেসি আছে। এই দলটা অনেকদিন ধরে খেলছে।

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

10h ago