যাত্রাবাড়ীতে বাসে আগুন, আহত ১

যাত্রাবাড়ীতে বাসে আগুন
যাত্রাবাড়ীতে বাসে আগুন। ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার রাত ৮টা ৩৫ মিনিটে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানান তিনি।

তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।  

Comments

The Daily Star  | English

UN eyes major overhaul amid funding crisis, internal memo shows

It terms "suggestions" that would consolidate dozens of UN agencies into four primary departments: peace and security, humanitarian affairs, sustainable development, and human rights.

2h ago