মালয়েশিয়ায় জাল পাসপোর্টসহ ৩ বাংলাদেশি গ্রেপ্তার

এক বছর ধরে তারা এই অপরাধ করে আসছিলেন।

মালয়েশিয়ায় জাল পাসপোর্টসহ তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। তাদের কাছ থেকে ১২০টি জাল পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে দেশটির ইমিগ্রেশনের মহাপরিচালক দাতো রুসলীন বিন জোসুহ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এক বিশেষ অভিযানে গতকাল তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বয়স ২৬ থেকে ৩৩ বছরের মধ্যে।

বিবৃতিতে জানানো হয়, ৬১টি বাংলাদেশি পাসপোর্ট, ৪৩টি ইন্দোনেশিয়ান পাসপোর্ট ও একটি মিয়ানমারের জাল পাসপোর্ট বহন করার সময় কেপং বাণিজ্যিক পার্কের কাছে থেকে সোমবার দুই জনকে গ্রেপ্তার করা হয়।

এর পরে জালান কেপংয়ের একটি অ্যাপার্টমেন্ট থেকে মূলহোতাকে গ্রেপ্তার করা হয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখান থেকে ১৫টি জাল বাংলাদেশি পাসপোর্ট, দুটি ল্যাপটপ ও দুটি প্রিন্টার জব্দ করেছে, জানানো হয় বিবৃতিতে।

এতে আরও উল্লেখ করা হয়, এক বছর ধরে তারা এই অপরাধ করে আসছিলেন। অপরাধীরা মালয়েশিয়ায় থাকা অভিবাসীদের পাসপোর্ট ও ভিসা করে দেওয়ার আশ্বাস দিয়ে ৫০০ থেকে ৭০০ রিঙ্গিতের নিতেন। বাংলাদেশি, মিয়ানমার, ইন্দোনেশিয়া, ভারত, নেপাল ও পাকিস্তানের নাগরিক তাদের গ্রাহক ছিলেন।

Comments

The Daily Star  | English

Battery-run rickshaw drivers set fire to police box in Kalshi

Battery-run rickshaw drivers set fire to a police box in the Kalshi area this evening following a clash with law enforcers in Mirpur-10 area

1h ago