কানাডায় মানবপাচার ও জাল ভিসা প্রস্তুতকারী চক্রের ১ সদস্য গ্রেপ্তার

সিলেটের মজুমদারপাড়া টিএনটি কলোনি এলাকা থেকে মানবপাচার এবং কানাডিয়ান জাল পাসপোর্ট প্রস্তুতকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডির মানবপাচার অপরাধ দমন ইউনিট।
গ্রেপ্তার মাসুম আহমেদ। ছবি: সংগৃহীত

সিলেটের মজুমদারপাড়া টিএনটি কলোনি এলাকা থেকে মানবপাচার এবং কানাডিয়ান জাল পাসপোর্ট প্রস্তুতকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডির মানবপাচার অপরাধ দমন ইউনিট।

সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়ার তত্ত্বাবধানে ও নির্দেশনায় মানবপাচার অপরাধ দমন ইউনিটের পুলিশ পরিদর্শক মো. আছলাম আলীর নেতৃত্বে একটি টিম গত ২২ নভেম্বর বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মাসুম আহমেদ গোয়াইনঘাট উপজেলার মো. আতাউর রহমানের ছেলে।

সিআইডি জানায়, মাসুম আহমেদ কানাডাসহ ইউরোপের বিভিন্ন দেশের ভুয়া এবং কানাডিয়ান জাল পাসপোর্ট প্রস্তুতকারী মানবপাচারকারী চক্রের অন্যতম সদস্য। তিনি অন্যান্য সহযোগীদের সহায়তায় কানাডাসহ ইউরোপের বিভিন্ন দেশের ভুয়া এবং জাল পাসপোর্ট তৈরি করে নিরীহ মানুষদের অর্থ আত্মসাৎপূর্বক বিদেশে পাচার করে থাকেন। 

তার বিরুদ্ধে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানায় দুটি এবং সিলেটের শাহপরান থানায় একটি মামলা আছে।

এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা করছে সিআইডির মানবপাচার অপরাধ দমন ইউনিট।

Comments