ইসরায়েলে শ্রমিক পাঠানোর চুক্তি করেছে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা, ইসরায়েল,
শ্রীলঙ্কার বোগাওয়ানতালাওয়াতের একটি এস্টেটে চা পাতা তুলছেন একজন শ্রমিক। রয়টার্স ফাইল ফটো

ইসরায়েলের মন্ত্রিসভার মুখপাত্র ও পরিবহনমন্ত্রী বান্দুলা গুনাবর্ধনে বলেছেন, ইসরায়েলে শ্রমিক পাঠানোর জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে শ্রীলঙ্কা।

গতকাল মঙ্গলবার শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিররইকোনোমি নেক্সেটের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদের মুখপাত্র বান্দুলা গুনাবর্ধনে গতকাল প্রেস ব্রিফিংয়ে বলেন, শ্রীলঙ্কার শ্রমিকদের সাময়িকভাবে ইসরায়েলের শ্রমবাজারের একটি নির্দিষ্ট বিভাগের অধীনে নিয়োগ করা হবে।

ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর পেশ করা এ সংক্রান্ত একটি প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন করেছে।

ইসরায়েলের সরকারি তথ্য বিভাগের বরাত দিয়ে ডেইলি মিরর জানিয়েছে, ওই চুক্তি অনুযায়ী ইসরায়েল কৃষি কাজের জন্য শ্রীলঙ্কান শ্রমিক নিয়োগের আশা করছে।

ইকোনোমি নেক্সট তাদের প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলে কৃষিকাজের জন্য শ্রমিক প্রয়োজন। সেখানে শ্রীলঙ্কার এক শ্রমিকের মৃত্যুতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তাই হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর দিকে বেশ কয়েকজন শ্রীলঙ্কানকেও সরিয়ে নেওয়া হয়েছিল।

Comments

The Daily Star  | English

The price of unchecked protest politics

Under the guise of “mob justice,” various groups, including students, have taken the law into their own hands.

1h ago