মানিকগঞ্জ-২

এমপি নির্বাচন করতে পদ ছাড়লেন সিঙ্গাইর উপজেলা চেয়ারম্যান হান্নান

শনিবার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন মুশফিকুর রহমান খান। ছবি: জাহাঙ্গীর আলম বিশ্বাস/স্টার

জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ ছাড়লেন মুশফিকুর রহমান খান হান্নান।

আজ শনিবার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। মুশফিকুর রহমান খান হান্নান জেলা আওয়ামী লীগের সদস্য। মানিকগঞ্জ-২ আসনে সম্প্রতি তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন।

জেলার হরিরামপুর, সিঙ্গাইর ও মানিকগঞ্জ সদর উপজেরার তিনটি ইউনিয়ন নিয়ে মানিকগঞ্জ-২ আসন গঠিত। উপজেলা আওয়ামী লীগের সভাপতি, কণ্ঠশিল্পী মমতাজ বেগম এই আসনের বর্তমান সংসদ সদস্য।

পদত্যাগপত্রটি গৃহিত হয়েছে দাবি করে মুশফিকুর রহমান বলেন, 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রজীবন থেকেই রাজনীতি করে আসছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আনুগত্য রেখে এখনও রাজনীতি করছি। এ কারণে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে আমার গভীর সম্পর্ক রয়েছে। এছাড়া পর পর দুবার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে জনগণের পাশে আছি। মানিকগঞ্জ-২ আসনের মানুষ এবার পরিবর্তন চায়। এ কারণে আমি মনোনয়ন চাচ্ছি। আশা করি দলীয় মনোনয়ন পাব।'

জেলার তিনটি আসনের মধ্যে মানিকগঞ্জ-২ আসনে এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা সবচেয়ে বেশি। এই আসন থেকে এবার মুশফিকুর রহমানসহ ১১ জন আওয়ামী লীগের দলীয় প্রত্যাশী।

তারা হলেন—বর্তমান সংসদ সদস্য মমতাজ বেগম, আওয়ামী লীগের কেন্দ্রীয় সংসদের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহম্মেদ ওরফে টুলু, হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক দেওয়ান সাইদুর রহমান, ঢাকা মহানগর (উত্তর) আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইঞ্জিনিয়ার সালাম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মনির হোসেন, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক তারিকুল রহমান চৌধুরী উইল্টন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন আহম্মেদ ওরফে চঞ্চল, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ইঞ্জিনিয়ার সারোয়ার আলম এবং বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ জাকারিয়া হানিফ দলীয় মনোনয়নপ্রত্যাশী।

Comments

The Daily Star  | English

After Jamaat, NCP urges chief adviser to act against Jatiya Party

JP helped Awami League 'legalise last three illegal elections', it says

9m ago