উপজেলা বিএনপির সভাপতিকে ঘেরাও করে পুলিশে দিল যুবলীগ-ছাত্রলীগ

স্টার অনলাইন গ্রাফিক্স

ফেনীর দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেনকে ঘেরাও করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

আকবর হোসেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছোট ভাই।

আজ শনিবার সন্ধ্যায় উপজেলার ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কের মুক্তার বাড়ি এলাকায় এই ঘটনা ঘটেছে। দাগনভূঞা থানা পুলিশ আকবর হোসেনকে আটকের সত্যতা নিশ্চিত করেছে।

পুলিশ বলেছে, তার বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে সেটি যাচাই-বাছাই করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার ও সোমবার বিএনপির ডাকা সপ্তম দফার ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে আজ শনিবার সন্ধ্যায় উপজেলার তুলাতুলী এলাকায় বিএনপির নেতাকর্মীরা মশাল মিছিল বের করে। আকবর হোসেন মিছিলের নেতৃত্বে ছিলেন।

মিছিল শেষে বাড়ি ফেরার পথে আকবর হোসেনকে মুক্তার বাড়ি এলাকায় ঘিরে ধরে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশে খবর দেয়। পরে দাগনভূঞা থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, স্থানীয় লোকজন বিএনপি নেতা আকবর হোসেনকে আটক করে পুলিশে দিয়েছে।

Comments

The Daily Star  | English

Foreigner detained with over 8kg cocaine at Dhaka airport

The street value of the seized contraband is around Tk 130 crore

8m ago