বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

সব সংস্করণের অধিনায়ক হওয়ার সামর্থ্য রাখি: শান্ত

Najmul Hossain Shanto
নাজমুল হোসেন শান্ত। ছবি: ফিরোজ আহমেদ

বয়সভিত্তিক পর্যায় থেকে নাজমুল হোসেন শান্তকে নেতৃত্বের জন্য তৈরি করা হচ্ছিল। ঘরোয়া ক্রিকেটে তার সেই নেতৃত্বের ছাপ দেখা গেছেন বেশ কয়েকবার। বিশ্বকাপেও সাকিব আল হাসানের অনুপস্থিতিতে দুই ম্যাচে দলকে নেতৃত্ব দেন বাঁহাতি ব্যাটার। এবার তার সামনে বড় পরীক্ষা। নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের ১৩তম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হবে শান্তর। এমন উপলক্ষের সামনে আত্মবিশ্বাসের সুর পাওয়া গেল ২৫ পেরুনো ক্রিকেটারের কন্ঠে। জানালেন, দায়িত্ব পেলে সব সংস্করণের নিয়মিত অধিনায়ক হওয়ার জন্য পুরোপুরি তৈরি তিনি।

তিন সংস্করণেই এখনো পর্যন্ত বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। চোটের কারণে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে তিনি নেই। পারিবারিক কারণে নেই সহ-অধিনায়ক লিটন দাসও। শান্তর ওপর তাই পড়েছে দায়িত্বের ভার।

এই ভার তিনি বেশ উপভোগ করেন বলে কথা ও শরীরী ভাষায় বুঝিয়ে দিলেন শান্ত। সোমবার সকালে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলনের পর সংবাদ সম্মেলনে জানালেন, সব সংস্করণের অধিনায়ক হওয়ার সামর্থ্য আছে তার, 'অধিনায়ক তো অধিনায়কই। সব সংস্করণের জন্যই, আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে, ওই সামর্থ্য আমার আছে। এটা আমার ব্যক্তিগত বিশ্বাস।'

সাকিবের অনুপস্থিতিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দলকে নেতৃত্ব দেন লিটন দাস। নিজেদের খেলা সেই সবশেষ টেস্ট বাংলাদেশ জেতে বড় ব্যবধানে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া সাকিব হয়তো আর খুব বেশিদিন টেস্ট খেলবেন না। আগামীর নেতৃত্বের প্রশ্নও তাই উঠছে। এই ব্যাপারে শান্তর মত, কাউকে যেন দেওয়া হয় লম্বা সময়ের দায়িত্ব, 'দলের এই অবস্থায় আমার মনে হয়, যে-ই অধিনায়ক হবে, সে যদি লম্বা সময়ের জন্য, তাহলে তার পরিকল্পনা করাটা সুবিধা হবে। সামনে যে-ই আসবে, আমি মনে করি, ও যদি যথেষ্ট সুযোগ পায়, সে অনেক ভালো কিছু করবে এবং তার পরিকল্পনা করতে সুবিধা হবে।'

বিশ্বকাপে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচে সাকিব ছিলেন না। শান্ত সামলান দল। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষেও একটি ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেন তিনি। ওই ম্যাচগুলো থেকে অধিনায়কত্বের অভিজ্ঞতা অর্জন হয়েছে শান্তর, 'নির্দিষ্ট করে কী শিখেছি বলা মুশকিল। কারণ, ওটা ওয়ানডে ছিল, এটা টেস্ট সংস্করণ। বিভিন্ন পরিস্থিতিতে আরও ভালো কীভাবে করা যেত... সেটা ফিল্ডিং সাজানো বা বোলিং পরিবর্তন হতে পারে, এসব ছোট ছোট বিষয়।'

বড় পরীক্ষায় নামার আগে অগ্রজের পরামর্শ অবশ্য পেয়েছেন শান্ত। সাকিব চোটের পুনর্বাসন প্রক্রিয়ায় থাকার পাশাপাশি আছেন নির্বাচনী ব্যস্ততায়। গতকাল রোববারই ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তিনি। এর মাঝেও রাতের বেলা খোঁজ নিয়েছেন বাংলাদেশ দলের। শান্তদের প্রতি বার্তা দিয়েছেন তিনি, 'হ্যাঁ, সাকিব ভাইকে অবশ্যই মিস করব। আমার মনে হয়, প্রত্যেকটা খেলোয়াড়ই মিস করবে। গতকাল রাতে তিনি ফোন করেছিলেন। তার সাথে কথা হয়েছে, অভিনন্দন জানিয়েছেন এবং সব খেলোয়াড়দের শুভকামনা জানিয়েছেন ভালো করার জন্য। বলেছেন, আমরা যে জিনিসটা পারি, ওটাই যেন করি।'

Comments

The Daily Star  | English

Fresh clash erupts between CU students, locals

Both sides were seen hurling brickbats and wielding sticks during the confrontation, turning the area into a battlefield

1h ago