উখিয়া ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা নিহত

রোহিঙ্গা ক্যাম্প। ছবি: ফাইল ফটো

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে এক রোহিঙ্গা নিহত হয়েছেন।

আজ সোমবার বিকেল ৩টায় কুতুপালংয়ের মধুরছড়ায় ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ ইউনুস (৫০) ওই ক্যাম্পের বাসিন্দা ছিলেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'বিকেল ৩টার দিকে ক্যাম্পে হঠাৎ একদল রোহিঙ্গা সন্ত্রাসী ঢুকে এলোপাতাড়ি গুলি করতে থাকে। এসময় মোহাম্মদ ইউনুস মাথায় ও পিঠে গুলিবিদ্ধ হন।'

স্থানীয় রোহিঙ্গারা তাকে উদ্ধার করে ক্যাম্পের আইওএম পরিচালিত হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে। 

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।
 

Comments

The Daily Star  | English

Soybean oil price hike temporary: commerce adviser

Improved supply and increased competition will help bring down prices soon, he says

21m ago