এবার আসছে শাওমির ইলেকট্রিক গাড়ি

শাওমির এসইউ৭ গাড়ি। ছবি: চীনের মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে সংগৃহীত
শাওমির এসইউ৭ গাড়ি। ছবি: চীনের মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে সংগৃহীত

এসইউ৭ সিরিজকে সঙ্গে নিয়ে ইলেকট্রিক গাড়ির জগতে প্রবেশ করতে যাচ্ছে চীনের প্রতিষ্ঠান শাওমি।

মূলত প্রযুক্তিনির্ভর এই প্রতিষ্ঠান তাদের অন্যান্য প্রচলিত পণ্য, যেমন মোবাইল ফোন, টিভি, রাউটার ও ট্যাবের গণ্ডি থেকে বের হয়ে আরও বেশ কিছু বৈচিত্র্যময় পণ্য বাজারে আনার উদ্যোগ নিয়েছে, যার অংশ হিসেবে এই গাড়ি বাজারে আসছে।

শাওমি চীনের শিল্প ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের কাছে অনুমোদন চেয়ে কিছু কাগজ জমা দিয়েছে, যে বিষয়টি চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে প্রকাশ করেন 'আবেনজেন' নামে এক ব্যবহারকারী। তিনি তার পোস্টে গাড়ির প্রাথমিক ডিজাইন ও ফিচারের তালিকাও প্রকাশ করেন। ইলেকট্রিক গাড়ির জগতে শাওমির আবির্ভাবের খবরে গাড়িপ্রেমীদের মধ্যে বেশ সাড়া পড়েছে।

শাওমির এসইউ৭ গাড়ি। ছবি: চীনের মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে সংগৃহীত
শাওমির এসইউ৭ গাড়ি। ছবি: চীনের মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে সংগৃহীত

এই পোস্টের তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে অটোমোবাইল খাতে শাওমি দুইটি মডেল নিয়ে আসছে। এগুলো হল শাওমি এসইউ৭ এবং এসইউ৭ ম্যাক্স। দুটি গাড়িই বেইজিং ভিত্তিক প্রতিষ্ঠান বিএআইসি গ্রুপ নির্মাণ করবে।

শাওমির নোট ১২ ও নোট ১২ প্রো মোবাইলে যেমন উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে, তেমনই এসইউ৭ ও এসইউ৭ প্রো মডেলের গাড়িতেও ব্যাটারি প্রযুক্তি ও গতি সক্ষমতায় উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে।

এসইউ৭ গাড়িতে ঘণ্টায় সর্বোচ্চ গতিবেগ ২১০ কিলোমিটার আর এসইউ৭ ম্যাক্সের ক্ষেত্রে তা ২৬৫ কিলোমিটার পর্যন্ত।

শাওমির সঙ্গে পারস্পরিক সহযোগিতায় এই গাড়িগুলো নির্মাণ করবে বেইজিং অটোমোটিভ ইন্ডাস্ট্রি হোল্ডিং কো (বিএআইসি) এবং এই লাইনআপে থাকবে এসইউ৭, এসইউ৭ প্রো এবং এসইউ৭ ম্যাক্স সহ আরও বিভিন্ন মডেল।

শাওমির এসইউ৭ গাড়ি। ছবি: চীনের মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে সংগৃহীত
শাওমির এসইউ৭ গাড়ি। ছবি: চীনের মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে সংগৃহীত

গাড়িগুলোতে আরডব্লিউডি ও এডব্লিউডি– দুই ধরনের পাওয়ারট্রেইন বিকল্পই থাকবে। সবচেয়ে ভারী মডেলটির ওজন হবে দুই দশমিক ৬৬ টন।

বিএআইসি কর্তৃপক্ষের কাছে অনুমোদন চাওয়ার সময় যে তথ্য জমা দিয়েছে, তা থেকে জানা গেছে, শাওমি ব্র্যান্ডের এসইউ৭ ও এসইউ৭ ম্যাক্স প্রথমে বাজারে আসবে। এসইউ৭ মডেলে থাকবে চীনের অপর এক গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান বিওয়াইডির লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি আর এসইউ৭ ম্যাক্সে থাকবে সিএটিএলের নিকেল-কোবাল্ট ভিত্তিক লিথিয়াম ব্যাটারি।

উভয় মডেলের সামনে শাওমির 'এমআই' লোগো যুক্ত থাকবে এবং গাড়ির পেছনে শাওমি লেখা থাকবে। চীনের মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া ছবিতে এমনটাই দেখা গেছে।

শাওমির এসইউ৭ গাড়ি। ছবি: চীনের মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে সংগৃহীত
শাওমির এসইউ৭ গাড়ি। ছবি: চীনের মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে সংগৃহীত

২০২১ এর মার্চে ইলেকট্রিক গাড়ি নির্মাতাদের দলে যোগ দেওয়ার ঘোষণা দেয় শাওমি। এই খাতে এক হাজার কোটি ইউয়ান বিনিয়োগ করারও দাবি জানায় প্রতিষ্ঠানটি।

২০২৩ সালের আগস্টে শাওমিইভি ডট কম নামের ডোমেইনটি নিবন্ধন করে শাওমি।

ইংরেজি থেকে ভাবানুবাদ করেছেন অনিন্দিতা চৌধুরী

 

Comments

The Daily Star  | English

Stocks fall on poor performance of large companies

Indexes of the stock market in Bangladesh declined yesterday on rising the day before, largely due to the poor performance of Islami Bank Bangladesh along with the large-cap and blue-chip shares amid sales pressures..Large-cap refers to shares which account for large amounts in market capi

2h ago